ইসলাম ধর্ম গ্রহণ সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ইসলাম ধর্ম গ্রহণ সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ভারতে অনার্যদের ইসলাম ধর্ম গ্রহণ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
“সে সময়ে সামাজিক ঐক্য ছিল না। শাসনকর্তৃগণ আর্য - প্রজাগণ অনার্য। সাধারণ প্রজার পক্ষে মুসলমান যেমন পর, অর্যেরাও তেমনি পর। এই অবস্থায় আর্যের জন্য অনার্যেরা যে মুসলমানের বিরোধী হইবে, তাহার সম্ভাবনা অল্প। বরং সাম্যময় ইসলাম বৈষম্যময় পৌরাণিক ধর্ম অপেক্ষা তাহাদের কাছে আদরণীয় -- নীচ জাতি বলিয়া আর্যের কাছে তাহারা ঘৃণিত --- মুসলমান নীচ জাতি বলিয়া ঘৃণা করিবে না। এইজন্যই মুসলমান জয়ের পর অর্ধেক অনার্য হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছিল।”
— বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
উক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
"There was no social unity at that time. The rulers were Aryans - the people were non-Aryans. For the common people, the Muslims were inferior, and the Aryans were inferior. In this situation, the possibility that the non-Aryans would oppose the Muslims for the sake of the Aryans is small. Rather, the egalitarian Islam is more respectable to them than the discriminatory mythological religion -- they are hated by the Aryans as an inferior race --- they will not hate the Muslims as an inferior race. That is why after the Muslim conquest, half of the non-Aryan Hindus converted to Islam."
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন