নিয়ম সম্পর্কে আলী হোসেনের উক্তি
নিয়ম সম্পর্কে আলী হোসেনের উক্তি
নিয়ম সেটাই যেটা মানলে লাভ হয়, আর ভাঙলে ক্ষতি হয়। বাকিটা সংস্কার অথবা কুসংস্কার। ক্ষতি না হলে তা সংস্কার, আর ক্ষতি হলে তা কুসংস্কার।
— আলী হোসেন,লেখক ও সাহিত্যকর্মী,পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ এর আজীবন সদস্য
অন্যদিকে কুসংস্কার হল সেগুলো, যা মানলে ক্ষতি হয়।
এক্ষেত্রে যে মনের জোর তৈরি হয়, তা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিই করে বেশি। কখনও কখনও তা মানুষকে ভয়ংকর ক্ষতির সম্মুখীন করে দেয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন