About Us
উক্তি সংকলন বাংলা : কিছু কথা
‘উক্তি সংকলন বাংলা’ হল বাংলা ভাষায় লেখা একটি উক্তি সংগ্রহশালা। এটা সারা পৃথিবীর স্বনামধন্য ও প্রথিতযশা ব্যক্তিবর্গের চিন্তা ও চেতনার ক্ষুদ্র সংস্করণ। বরনীয় মানুষের স্মরণীয় কথাগুলিকে সহজ সরল ভাষায় সাধারণ মানুষের কাছে উপস্থাপন করাই এই সংকলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। মানব সভ্যতার ক্রম-বিবর্তনে যে সমস্ত মনীষা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাঁদের যুগান্তকারী মন্তব্যগুলো বাঙালি পাঠকের কাছে সহজ অথচ প্রাঞ্জল ভাষায় এই সংকলনে সযত্নে উপস্থাপন করা হবে।
কিভাবে মানুষ বন্য জীবন অতিক্রম করে আধুনিক ও সুসভ্য নগর সভ্যতায় উন্নীত হয়েছে এবং এই উত্তরণের পথে কোন কোন সমস্যা কীভাবে মানব জীবনকে আন্দোলিত করেছে, তা ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে ফুটে উঠবে এইসব মন্তব্য বা উক্তিগুলো থেকে। ফুটে উঠবে সমস্যা থেকে উত্তরণের নানান পথ সম্পর্কে ‘নানা মুনির নানা কথা’।
‘উক্তি সংকলন বাংলা’ শুধুমাত্র উক্তি সংকলন বা সংগ্রহশালা নয়। এই সংগ্রহশালায় থাকবে সেই-সব বরেণ্য মানুষের সংক্ষিপ্ত পরিচয়। থাকবে উক্তি বা মন্তব্যটি প্রসঙ্গ এবং সঠিক উৎসের সন্ধান।
‘উক্তি সংকলন বাংলা’ অনলাইন সংস্করণটি আপামর বাঙালি পাঠক পাঠিকার চিন্তা ও চেতনার সমৃদ্ধিকরণে প্রভূত সাহায্য করবে এই আশা নিয়েই এর পথচলা শুরু। আপনারা এর সঙ্গে থাকলে এবং প্রয়োজনীয় পরামর্শ ও সংস্কার সম্পর্কে মতামত জানালে আমরা বাধিত থাকব।
আপনার সুচিন্তিত মতামত জানাতে পারেন মন্তব্যের ঘরে। মূল্যবান পরামর্শ জানাতে চাইলে আসতে পারেন যোগাযোগ-এর পাতায়। আসুন আমাদের 👉 যোগাযোগের পাতায় এবং লিখে ফেলুন ভালোলাগা, না-লাগা অথবা মূল্যবান পরামর্শের শব্দ বিন্যাস। সংশয় শূন্য হৃদয়ে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। অপেক্ষায় রইলাম।
‘উক্তি সংকলন বাংলা’র পক্ষ থেকে আপনার জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। রইল অগ্রিম অভিনন্দন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন