ঠাকুর ও পূজা সম্পর্কে স্বামী বিবেকানন্দ
জ্যান্ত ঠাকুর অন্ন বিনা, বস্ত্র বিনা, বিদ্যা বিনা মরছে - স্বামী বিবেকানন্দ
যদি ভালো চাস তো ঘন্টাফন্টাগুলোকে গঙ্গার জলে সঁপে দিয়ে সাক্ষাৎ ভগবান নর-নারায়ণের মানবদেহধারী হরেক মানুষের পূজা করগে - বিরাট আর স্বরাট। বিরাট রূপ এই জগত, তার পূজা মানে তার সেবা- এর নাম কর্ম; ঘন্টার উপর চামর চড়ানো নয়, আর ভাতের থালা সামনে ধরে দশ মিনিট বসব কি আধঘন্টা বসবো- এ বিচারের নাম কর্ম নয়, ওর নাম পাগলা-গারদ। ক্রোড় টাকা খরচ করে, কাশী-বৃন্দাবনের ঠাকুর ঘরের দরজা খুলছে আর পড়ছে। এই ঠাকুর কাপড় ছাড়ছেন তো, এই ঠাকুর ভাত খাচ্ছেন, তো এই ঠাকুর আঁটকুড়ির ব্যাটাদের গুষ্টির পিন্ডি করছেন। এদিকে জ্যান্ত ঠাকুর অন্ন বিনা, বস্ত্র বিনা, বিদ্যা বিনা মরছে।....... তোদের বুদ্ধি নাই যে, এ কথা বুঝিস।স্বামী বিবেকানন্দ ----- বাণী ও রচনা, সপ্তম খন্ড, পৃষ্ঠা- ৪৮
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন