ইসলাম সম্পর্কে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
আমার প্রশ্ন, জগৎটা কেমন হতো, কোথায় থাকতো বর্তমান সভ্যতা যখন বর্বরদের অভিযানে ইউরোপে চিরায়ত যুগ অবর্ণনীয় অন্ধকার, নিঃসীম হতাশার রসাতলে নিক্ষিপ্ত হয়েছিল তখন এই ধসের মাঝে ইসলামের আবির্ভাব যদি না হতো, যদি না চিরায়ত জ্ঞানের বীজকে জীবনদায়ী সত্য ও স্বাধীনতার পরিবেশ দিয়ে অসীম মমতায় সঞ্চিত করে ফুলে ফলে পল্লবিত করে তুলত? প্রাচ্য মিশর গ্রিসের সমুদয় জ্ঞানকে সংরক্ষণ করেছিলেন, শুধু রক্ষা করাই নয় পরিশীলিত উন্নত ও সাধারণীতিদিত করে তুলেছিলেন মধ্যযুগের ইসলামিক পন্ডিত, বিজ্ঞানী ও দার্শনিকেরা। জীবন, সেডিল্লো, লেন পুল, ড্রাপার, সৈয়দ আমির আলী ও অপারপার ঐতিহাসিকদের রচনাগুলি যদি পড়েন তবে সে যুগের পন্ডিতের অন্বেষণের সাহসে গবেষণার মৌলিক অর্থে জ্ঞানের বহুমুখী শাখায় বিচরণের ক্ষমতায় শ্রদ্ধা ও বিস্ময় আপ্লুত না হয়ে থাকতে পারবেন না।
----- আচার্য প্রফুল্ল চন্দ্র রায়।
তথ্যসূত্র :
ভারতবর্ষ ও ইসলাম - আচার্য প্রফুল্ল চন্দ্র রায়।
আলীগড় জাতীয় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উপলক্ষে দেয়া অভিভাষণ (১৯২৩)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন