উপকথা, পৌরাণিক কাহিনী কিংবা মিথ কি ইতিহাস না বিজ্ঞান?
উপকথা, পৌরাণিক কাহিনী কিংবা মিথ কি ইতিহাস না বিজ্ঞান?
উপকথা, পৌরাণিক কাহিনী বা মিথ, লোককথা, কিংবদন্তী, মৌখিক ঐতিহ্য, স্মৃতিকথা - এগুলোর কোনটাই ইতিহাস নয়, নয় বিজ্ঞানও।
এগুলো ইতিহাসের এক একটা উপাদান মাত্র। মনে রাখতে হবে, ইতিহাসের উপাদান আর ইতিহাস এক জিনিস নয়। সোনার খনির আকরিক যেমন সোনা নয়, ইতিহাসের উপাদানও তেমনি ইতিহাস নয়। সোনার আকরিককে যেমন বৈজ্ঞানিক পদ্ধতিতে শোধন করতে হয় এবং এবং তা পরে কষ্টি পাথরে যাচাই করতে হয়, ইতিহাসের উপাদান কে একই রকম ভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে শোধন এবং ভিন্ন উপাদানের সাহায্যে যাচাই করার পর তাকে ইতিহাসের পাতায় তুলতে হয়। এবং তখনই সে ইতিহাস বলে বিবেচিত হয়।
------- আলী হোসেন
অথচ আমাদের দেশে এগুলোকে ইতিহাস এবং বিজ্ঞানের মত করেই পাঠ্যসূচিতে রাখা হয়। আমাদের পিছিয়ে পড়ার অন্যতম প্রধান কারণ হল শিক্ষা ব্যবস্থার এই ত্রুটি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন