ধার্মিক ও অধার্মিক বিষয়ে স্বামী বিবেকানন্দ
ধার্মিক ও অধার্মিক বিষয়ে স্বামী বিবেকানন্দ
কেউ ধার্মিক কি অধার্মিক পরীক্ষা করতে হলে দেখতে হবে, সে ব্যক্তি কতদূর নিঃস্বার্থ। যে বেশী নিঃস্বার্থ সে-ই বেশী ধার্মিক, সে পণ্ডিতই হোক, মূর্খই হোক। আর যদি কেউ স্বার্থপর হয়, সে যদি পৃথিবীতে যত দেবমন্দির আছে, সব দেখে থাকে, সব তীর্থ দর্শন করে থাকে, সে যদি চিতাবাঘের মত সেজে বসে থাকে, তা হলেও সে ঈশ্বর থেকে অনেক দূরে
— স্বামী বিবেকানন্দ
তথ্যসূত্র:
বাণী ও রচনা পঞ্চম খণ্ড, ভারতে বিবেকানন্দ, রামেশ্বর মন্দিরে স্বামীজীর বক্তৃতা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন