বিজ্ঞান সম্পর্কে পোপ দ্বিতীয় জন পল

বিজ্ঞান সম্পর্কে পোপ দ্বিতীয় জন পল

“কুসংস্কার ও ভুল থেকে ধর্মকে উদ্ধার করতে পারে বিজ্ঞান। আর ধর্ম বিজ্ঞানকে মুক্ত করতে পারে পৌত্তলিকতা ও মিথ্যা সত্য থেকে।”

— পোপ দ্বিতীয় জন পল

উদ্ধৃতির উৎস :

ভ্যাটিকান অবজারভেটরির ডিরেক্টর, ফাদার জর্জ ভি. কোয়েনের কাছে লেখা চিঠি (১ জুন ১৯৮৮)। vatican.va ওয়েবসাইট থেকে সংগৃহীত।

পোপ দ্বিতীয় জন পল ১৯৮৮ সালের ১ জুন ফাদার জর্জ ভি. কোয়েনকে (যিনি ভ্যাটিকান অবজারভেটরির প্রাক্তন পরিচালক) লিখেছিলেন, “বিজ্ঞান ভুল এবং কুসংস্কার থেকে ধর্মকে মুক্ত করতে পারে; ধর্ম বিজ্ঞানকে মূর্তিপূজা এবং মিথ্যা সত্য থেকে মুক্ত করতে পারে। প্রত্যেকে একে অপরকে একটি বিস্তৃত জগতে প্রতিষ্ঠা করতে পারে, এমন একটি বিশ্ব যেখানে উভয়ই উন্নতি করতে পারে।"

বিজ্ঞান সম্পর্কে দ্বিতীয় জন পল’এর আরও কিছু উদ্ধৃতি:

১) ধর্ম ও বিজ্ঞানের মধ্যে পার্থক্য :

“ধর্ম এবং বিজ্ঞান উভয়কেই তাদের স্বাতন্ত্র্য এবং তাদের  অসাধারণত্ব রক্ষা করতে হবে। ধর্ম বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত নয় বা বিজ্ঞান ধর্মের সম্প্রসারণ নয়। প্রত্যেকের নিজস্ব নীতি, পদ্ধতির ধরণ, ব্যাখ্যার বৈচিত্র্য এবং নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকা উচিত।”
— পোপ দ্বিতীয় জন পল,
ভ্যাটিকান অবজারভেটরির ডিরেক্টর, ফাদার জর্জ ভি. কোয়েনের কাছে লেখা চিঠি (১ জুন ১৯৮৮)। 
vatican.va ওয়েবসাইট থেকে সংগৃহীত

২) ধর্ম ও বিজ্ঞানের ন্যায্যতা সম্পর্কে :

“খ্রিস্টধর্ম নিজের মধ্যেই তার ন্যায্যতার মানদণ্ড তৈরি করে এবং বিজ্ঞান তার প্রাথমিক দোষ বা ব্যর্থতার দায়ে ক্ষমা প্রার্থী হবে এ প্রত্যাশা তৈরি করে না। বিজ্ঞানকে তার নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে।"

“Christianity possesses the source of its justification within itself and does not expect science to constitute its primary apologetic. Science must bear witness to its own worth.”

— পোপ দ্বিতীয় জন পল,
ভ্যাটিকান অবজারভেটরির ডিরেক্টর, ফাদার জর্জ ভি. কোয়েনের কাছে লেখা চিঠি (১ জুন ১৯৮৮)। 
vatican.va ওয়েবসাইট থেকে সংগৃহীত

৩) ধর্ম ও বিজ্ঞানের মধ্যে সম্পর্ক :

প্রতিটি বিজ্ঞানী, ব্যক্তিগত অধ্যয়ন এবং গবেষণার মাধ্যমে, নিজেকে এবং নিজের মধ্যে থাকা মানবতাকে সম্পূর্ণ করেন। ... বৈজ্ঞানিক-গবেষণা নিজের জন্য করা হয় যেমন, তেমনি অন্যের জন্যেও, সত্যের সাথে ব্যক্তিগত সাক্ষাতের পথ এবং সম্ভবত স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা ঈশ্বরের সাথে সাক্ষাতের জন্য বিশেষ সুবিধাপ্রাপ্ত জায়গা এটা। বিজ্ঞান তার সমস্ত মূল্যে আমাদের অস্তিত্বকে অনুপ্রাণিত করতে সক্ষম, সত্যের স্বাধীনতার একটি মহান অভিজ্ঞতা হিসাবে, সেবার একটি মৌলিক কাজ হিসাবে উজ্জ্বল করে। গবেষণার মাধ্যমে প্রতিটি বিজ্ঞানী একজন মানুষ হিসেবে বেড়ে ওঠেন এবং অন্যদেরও একইভাবে বেড়ে উঠতে সাহায্য করেন।

Every scientist, through personal study and research, completes himself and his own humanity. ... Scientific research constitutes for you, as it does for many, the way for the personal encounter with truth, and perhaps the privileged place for the encounter itself with God, the Creator of heaven and earth. Science shines forth in all its value as a good capable of motivating our existence, as a great experience of freedom for truth, as a fundamental work of service. Through research each scientist grows as a human being and helps others to do likewise.

— পোপ দ্বিতীয় জন পল
পন্টিফিকাল একাডেমি অফ সায়েন্সেসের সদস্যদের উদ্দেশ্যে ভাষণ (১৩ নভেম্বর ২০০০)। L'Osservatore Romano-তে (২৯ নভেম্বর ২০০০), ইংরেজি সংস্করণে অনূদিত,

পরিবেশ বিজ্ঞান সম্পর্কে :

পরিবেশের ব্যাপক ধ্বংসের মুখোমুখি হয়ে, সর্বত্র মানুষ বুঝতে পারছে যে আমরা অতীতের মতো করে পৃথিবীর পণ্যগুলো ব্যবহার করা চালিয়ে যেতে পারি না ... একটি নতুন পরিবেশগত সচেতনতা উদ্ভূত হতে শুরু করেছে, যা হ্রাস পাওয়ার পরিবর্তে, কংক্রিট প্রোগ্রাম এবং উদ্যোগের মাধ্যমে বিকাশ করতে উৎসাহিত করছে। (৮ ডিসেম্বর ১৯৮৯)

Faced with the widespread destruction of the environment, people everywhere are coming to understand that we cannot continue to use the goods of the earth as we have in the past … A new ecological awareness is beginning to emerge which rather than being downplayed, ought to be encouraged to develop into concrete programs and initiatives. (8 Dec 1989)

— পোপ দ্বিতীয় জন পল
পরিবেশগত সংকট: একটি সাধারণ দায়িত্ব। আল গোরে উদ্ধৃত, আর্থ ইন দ্য ব্যালেন্স: ইকোলজি অ্যান্ড দ্য হিউম্যান স্পিরিট (২০০০), ২৬২।

বিজ্ঞান গবেষণা ও ধর্মতত্ত্বের সম্পর্ক :

বিজ্ঞান সর্বোত্তম ভাবে বিকশিত হয় তখন, যখন এর ধারণা এবং সিদ্ধান্তগুলো বৃহত্তর মানব সংস্কৃতির সাথে একীভূত হয় এবং চূড়ান্ত অর্থ এবং মূল্যবোধ নিয়ে আলোচনা করে। তাই বিজ্ঞানীরা দার্শনিক এবং ধর্ম-তাত্ত্বিকদের দ্বারা আলোচিত বিষয়গুলি থেকে  নিজেদেরকে সম্পূর্ণরূপে দূরে রাখতে পারেন না। বিজ্ঞান গবেষণার জন্য তাঁরা তাঁদের শক্তি এবং যত্ন এই এসব বিষয়গুলিতেই নিবেদন করে, যাতে তাঁদের আবিষ্কারের মানবিক সম্ভাবনাগুলো আরও পরিপূর্ণভাবে অন্যদের উপলব্ধিতে সহায়তা করতে পারে। সেই সঙ্গে যাতে তাঁরা নিজেরা এটাও উপলব্ধি করতে পারে যে, এই আবিষ্কারগুলো সত্যিকারের কোন চূড়ান্ত জ্ঞানের জন্য প্রকৃত বিকল্প হতে পারে না।

Science develops best when its concepts and conclusions are integrated into the broader human culture and its concerns for ultimate meaning and value. Scientists cannot, therefore, hold themselves entirely aloof from the sorts of issues dealt with by philosophers and theologians. By devoting to these issues something of the energy and care they give to their research in science, they can help others realize more fully the human potentialities of their discoveries. They can also come to appreciate for themselves that these discoveries cannot be a genuine substitute for knowledge of the truly ultimate.
— পোপ দ্বিতীয় জন পল,
ভ্যাটিকান অবজারভেটরির ডিরেক্টর, ফাদার জর্জ ভি. কোয়েনের কাছে লেখা চিঠি (১ জুন ১৯৮৮)। 
vatican.va ওয়েবসাইট থেকে সংগৃহীত

মন্তব্যসমূহ

আরও দেখুন : 👉 বরণীয় মানুষের স্মরণীয় কথা

অ্যারিস্টোটল অ্যালবার্ট আইনস্টাইন অ্যালান প্যাটন আগাথা ক্রিস্টি আচার্য প্রফুল্ল চন্দ্র রায় আচার্য সত্যেন্দ্র দাস আদি শঙ্করাচার্য আবু হামিদ আল গাজ্জালি আব্রাহাম লিংকন আর্থার শোপেনহাওয়ার আলবার্ট আইনস্টাইন আলব্যার কাম্যু আলী হোসেন আলেকজান্ডার ইম্যানুয়েল ম্যাক্রোঁ ইয়াসের আরাফাত ইয়েভগেনি ইয়েভতুশেঙ্কো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উইনস্টন চার্চিল উইলিয়াম শেক্সপিয়ার উডি অ্যালেন এ পি জে আবদুল কালাম এডওয়ার্ড গিবন এডওয়ার্ড মুঙ্ক এডওয়ার্ড স্নোডেন এডগার অ্যালান পো এপিজে আবদুল কালাম এম এস স্বামীনাথন এমা গোল্ডম্যান এলিজিয়ার ইউডকভস্কি কনফুসিয়াস কার্ট ভনেগাট কার্ল মার্কস খালেদ হোসেইনি গুন্টার গ্রাস গোবিন্দ পানসারে গৌতম বুদ্ধ গ্রেটা থুনবার্গ চন্দন রায় জর্জ অরওয়েল জর্জ ক্যানিং জোসেফ কনরাড জ্যাক-ইভেস কৌস্তু জ্যোতিরাও ফুলে ড. মহাম্মদ ইউনুস ড. মায়া অ্যাঞ্জেলু থিওডোর রুজভেল্ট থিচ নাট হান দেবেন্দ্রনাথ ঠাকুর নরেন্দ্র মোদী নাইজেল ফারাজে নাওমি উলফ নেতাজি সুভাষচন্দ্র বসু নেলসন ম্যান্ডেলা নোম চমস্কি পাবলো ক্যাসালস পিথাগোরাস পূর্ণদাস বাউল পেট্রা নেমকোভা পোপ দ্বিতীয় জন পল পোপ ফ্রান্সিস প্রণব মুখোপাধ্যায় প্লেটো ফেই ফেই লি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বব ডিলান বব মার্লে বার্ট্রান্ড রাসেল বার্নি স্যান্ডার্স বি আর আম্বেদকর বিমান বসুর মন্তব্য বুদ্ধদেব ভট্টাচার্য বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বেনিতো মুসোলিনি বেনিত্তো মুসলিনি বেল হুকস ভিক্টর হুগো মমতা বন্দ্যোপাধ্যায় মহাত্মা গান্ধী মহাবীর মাও সে তুং মাওলানা জালালউদ্দিন রুমি মাওলানা ভাসানী মার্ক টোয়েন মার্কিন যুক্তরাষ্ট্র মার্গারেটর থ্যাচার মার্টিন লুথার কিং জুনিয়র মালালা ইউসুফজাই মিশেল ফুকো মুহাম্মদ শহীদুল্লাহ মোহন ভাগবত মোহাম্মদ আলী ম্যালকম এক্স যদুনাথ সরকার রঘুরাম রাজন রঞ্জিত সেন রণজিৎ গুহ রবীন্দ্রনাথ ঠাকুর রাজীব গান্ধী রামকৃষ্ণ পরমহংস রুপি কাউর রোজা পার্কস লি হুইটনাম লিও তলস্তয় লুপিতা নিইয়ং’ও লেনার্ড বার্নস্টাইন শিবাজী শিমন পেরেস শুভেন্দু অধিকারী শ্রীকৃষ্ণ শ্রীশ্রীআনন্দমূর্তি সক্রেটিস সর্বপল্লি রাধাকৃষ্ণন সান ইয়াত সেন সালমান রুশদি সিমোন দ্য বোভোয়া সুনীল গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টের বিচারপতি সেবাস্তিয়ান লেলিয়ো সৌমিত্র চট্টোপাধ্যায় স্টিফেন হকিং স্বামী বিবেকানন্দ স্যাম অল্টম্যান স্যার উইলিয়াম জোন্স স্লাভোজ জিজেক হওয়ার্ড জিন হজরত আলী হজরত মুহাম্মদ হযরত মুহাম্মদ হাইপেশিয়া হিটলার হিপোক্রেটিস হেলমুট নিউটন হেলেন কেলার হোসে সরামাগো Arundhati Roy Plato Stephen King
আরও দেখান

আরও দেখুন : 👉 গুরুত্বপূর্ণ বিষয়ে স্মরণীয় উক্তি

অহিংসা আইন আইনজীবী আধ্যাত্বিক জীবন আমেরিকার ইউনিয়ন ইতিহাস ইসরাইল ইসরাইল-হামাস যুদ্ধ ইসলাম ঈশ্বর উকিল উৎসব উদারপন্থী উদ্বাস্তু উন্নয়ন উপকথা উপনিষদ একনায়কতন্ত্র ওষুধ ঔদ্ধত্য ঔপনিবেশিকতা কবিতা কমিউনিজম কর্ম কল্পনা কাজ কুসংস্কার কৃত্রিম বুদ্ধিমত্তা কৃষি ব্যবস্থার সমস্যা কৃষিকাজ ক্যারিশমা ক্রিয়াবাদের মূলনীতি ক্ষমতা ক্ষুধা গণতন্ত্র গণনা গণহত্যা গবেষণা গীতা ঘৃণা বিদ্বেষ চাকরি চিকিৎসা চিনা প্রবাদ চেতনা ছাত্র যুব জঙ্গল জনগোষ্ঠীর অস্তিত্ব জমির অধিকার জলবায়ু জাতপাত জাতীয় আয় জাতীয় সুরক্ষা এজেন্সি জীবন জৈন ধর্ম জ্ঞান জ্ঞান চর্চা ঝুঁকি ডাক্তার ডাক্তারের দায়িত্ব ডেমোক্রেটিক পার্টি দায়িত্ব দারিদ্র দাসত্ব দুঃখ দুঃখের কারণ দুর্নীতি দেশ ও ধর্ম দেশদ্রোহী দেশপ্রেম ধনতন্ত্র ধর্ম ধর্ম ও উদারতা ধর্মগুরু ধর্মনিরপেক্ষতা ধর্মরাষ্ট্র ধর্মীয় নিপীড়ন ধার্মিক ধৈর্যশীলতা নতুন প্রজন্ম নামকরণ নারী নারী অধিকার নারী আন্দোলন নারীবাদ নিয়ম নির্বাচন নৈরাজ্য ন্যায় পরিবর্তন পরিবার ভেঙে যাওয়া পরিবেশ দূষণ পরিসংখ্যান পলিটিক্যল কারেক্টনেস পশ্চিম এশিয়ার সংঘাত পুঁজি পুঁজিপতি পুথিপাঠ পুরুষ পুরুষ মানুষ পূজা পৃথিবী পৌরাণিক কাহিনি প্যালেস্টাইন প্রকৃতি প্রতিকৃতি প্রতিক্রিয়াশীল শক্তি প্রতিবাদ প্রযুক্তি প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক পরিবেশ প্রিয় হবার কারণ প্রেম ফ্যাসিজম ফ্যাসিবাদ বক্তা বজ্রপাত বড় বিষয় বাংলাদেশ বাঙালি বিচার বিভাগের ভুল বিচারব্যবস্থা বিজ্ঞান বিজ্ঞান চেতনা বিদ্রোহ বিপ্লব বিশ্বাস বুদ্ধি বুদ্ধিমান মানুষ ব্যক্তি স্বার্থ ব্রাহ্মণ ব্রিটিশ শিল্প ব্যবস্থা ভয় ভালো থাকা ভালো নাগরিক ভালোবাসা ভাষা ভাষার বিলুপ্তি ভোট মনুষ্যত্ব মনের ব্যথা মন্দির মন্দির-মসজিদ বিতর্ক মহান আত্মা মাতৃভাষা মানব পাচার মানবধিকার মানবসম্পদ মানুষ হত্যা মারাঠা মিথ্যা মুক্তির উপায় মৃত্যু মেয়েদের ক্ষমতা যুক্তি যুদ্ধ রাজনীতি রাজনীতিবিদ রাষ্ট্র রাষ্ট্রপতি রোগ নিরাময় লেখক শঙ্কা শান্তি শিক্ষক শিক্ষা শিক্ষাল্পতা শিখ-বিরোধী দাঙ্গা শিশু শিশুশ্রম শুদ্ধ ও সঠিক চিন্তা শোষক শ্রমিক শ্রেণি শ্রমের শ্রীলঙ্কা সংখ্যালঘু সংবিধান সংবিধানের বেসিক স্ট্রাকচার সংস্কার সংস্কৃত ভাষা সংস্কৃতি সততা ও শিক্ষা সত্য সন্দেহ সন্ন্যাসী সবুজ উদ্ভিদ সমাজ সমাজ বিষয়ক সম্প্রদায়িকতা সম্মান সহিষ্ণুতা সাফল্য সাম্রাজ্যবাদ সাহস সাহিত্যিক সুখ সুন্দরতম জিনিস সুপ্রিম কোর্ট সুশাসন সৃষ্টিকর্তা স্কুল বোর্ড স্বপ্ন স্বাধীনতা স্বাধীনতা সম্পর্কিত স্বাস্থ্যব্যবস্থা হিংসা হিন্দু হিন্দু মুসলমান সম্পর্ক হিন্দু শাস্ত্র হিন্দুত্ব Getting Old Nationalism Politics power
আরও দেখান

জনপ্রিয় পোস্টসমূহ