নৈরাজ্য সম্পর্কে রাজীব গান্ধীর উক্তি
নৈরাজ্য সম্পর্কে রাজীব গান্ধীর উক্তি
“বড় গাছ আচমকা ভেঙে পড়লে মাটি তো কাঁপবেই।”
— রাজীব গান্ধী
উক্তিটি ইংরেজিতে পড়ুন
প্রসঙ্গ ও উৎস :
১৯৮৪ সালের ৩১ অক্টোবর, ভারতের তদনীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আততায়ীর গুলিতে নিহত হন। এই ঘটনা ভারতের ইতিহাসে ‘ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ড’ নামে পরিচিত।শ্রীমতী গান্ধীর দুই শিখ দেহরক্ষী সৎবন্ত সিংহ ও বিয়ন্ত সিংহ ‘অপারেশন ব্লু স্টার’ চলাকালীন ‘স্বর্ণমন্দির’ নামে পরিচিত শিখদের সর্বোচ্চ তীর্থ ‘হরমন্দির সাহিব’ সেনা অভিযানের প্রতিশোধ নেওয়ার উদ্দেশে এই হত্যাকান্ড চালায়।
হত্যাকাণ্ডের পরবর্তী চার দিন ব্যাপক হিংসাত্মক ঘটনায় প্রাণ হারান সহস্রাধিক শিখ। এই ঘটনা ঘটে মূলত দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। এই হত্যাকান্ড ও পরবর্তী অস্থিরতা বিশ্লেষণ করতে গিয়ে রাজীব গান্ধী এই মন্তব্য করেছিলেন।
“আমাদের অবশ্যই ইন্দিরাজিকে মনে রাখতে হবে। কেন তাঁকে হত্যা করা হয়েছিল, তা আমাদের মনে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে, এর পেছনে কারা থাকতে পারে। ইন্দিরা হত্যার সময় দেশে দাঙ্গা হয়। আমরা জানি যে ভারতীয় জনগণের হৃদয় ক্ষোভে পূর্ণ ছিল এবং কয়েকদিন ধরে মানুষ অনুভব করেছিল যে, ভারত কাঁপছে। বড় গাছ পড়লে পৃথিবী কেঁপে ওঠে।”
প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর এই বক্তব্য সরাসরি দেখুন
ইন্দিরা-হত্যার তদন্তের জন্য গঠিত জাস্টিস ঠক্কর কমিশন ষড়যন্ত্রের জন্য পৃথক তদন্তের পরামর্শ দেয়। সৎবন্ত সিংহ ও ষড়যন্ত্রকারী কেহার সিংহ মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। ১৯৮৯ সালের ৬ জানুয়ারি তাদের দণ্ডাদেশ কার্যকর করা হয়। সৎবন্ত সিংহই শেষ ব্যক্তি যাকে দিল্লির তিহার জেলে ফাঁসি দেওয়া হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন