সংস্কৃতি সম্পর্কে মহাত্মা গান্ধীর উক্তি
সংস্কৃতি সম্পর্কে মহাত্মা গান্ধীর উক্তি
“একটি দেশের মানুষের হৃদয় আর আত্মায় সেই দেশের সংস্কৃতি বসত করে।”
— মোহনদাস করমচাঁদ গান্ধী
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
“The Selected Works of Mahatma Gandhi: The voice of truth” (1968)
সংস্কৃতি সম্পর্কে মহাত্মা গান্ধীর আরো কিছু উক্তি :
“ভারতে আজ বিশুদ্ধ আর্য সংস্কৃতি বলে কিছু নেই। আর্যরা ভারতের আদিবাসী ছিল, নাকি অবাঞ্ছিত অনুপ্রবেশকারী ছিল, তা নিয়ে আমার খুব একটা আগ্রহ নেই। যে বিষয়টি আমাকে আগ্রহী করে, তা হল, আমার দূরবর্তী পূর্বপুরুষরা স্বতঃস্ফূর্তভাবে একে অপরের সাথে মিশে গিয়েছিলেন এবং আমরা বর্তমান প্রজন্ম সেই মিশ্রণের ফলাফল।”
H, 9-5-1936, pp. 100-1
There is no such thing as pure Aryan culture in existence today in India. Whether the Aryan were indigenous to India or were unwelcome intruders does not interest me much. What does interest me is the fact that me remote ancestors blended with one another with the utmost freedom and we of the present generation are a result of that blend.
“আরব, তুরস্ক, মিশর ও ভারতের ইসলামী সংস্কৃতি এক নয়, বরং তা নিজ নিজ দেশের অবস্থা দ্বারা প্রভাবিত। ভারতীয় সংস্কৃতি তাই ভারতীয়।”
“ভারতীয় সংস্কৃতি সম্পূর্ণরূপে হিন্দু নয়, ইসলামিক বা অন্য কোনো সংস্কৃতি নয়। এটি সম্পূর্ণ এবং মূলত একটি মিশ্র সংস্কৃতি।”
এবং প্রত্যেকে যারা নিজেকে বা নিজেকে একজন ভারতীয় বলে দাবি করে তারা সেই সংস্কৃতির মূল্যায়ন করতে বাধ্য, এর আস্থাভাজন হতে এবং এর উপর যে কোনও আক্রমণ প্রতিহত করতে বাধ্য।
(YI, 30-4-1931, p.88)
“এখন আমাদের ভারতীয় সংস্কৃতি তৈরি হচ্ছে। আমাদের মধ্যে অনেকেই সেই সমস্ত সংস্কৃতির মিশ্রণ তৈরি করার চেষ্টা করছি, যা আজ আপাতত দৃষ্টিতে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত বলে মনে হচ্ছে। স্বতন্ত্র হওয়ার চেষ্টা করলে এদের কোনটাই বাঁচতে পারে না।”
H, 9-5-1936, pp. 100-1
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন