শিশুশ্রম সম্পর্কে চন্দন রায়ের উক্তি
শিশুশ্রম সম্পর্কে চন্দন রায়ের উক্তি :
শিশুশ্রম সম্পর্কে চন্দন রায়ের উক্তি |
“শিশুশ্রমের সমস্যা দারিদ্র্যের দুষ্টুচক্রের মতো। আর্থিক দুরবস্থা প্রজন্মের পর প্রজন্ম চলে। অর্থনৈতিক দশা না পাল্টালে শিশুশ্রম নির্মূল করা কঠিন।”
—চন্দন রায়রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ
উক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
চন্দন রায় রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় (পশ্চিমবঙ্গ, ভারত)-এর অধ্যক্ষ। তার লেখা ‘লাভ বড়দের, চলতেই থাকে ছোটদের খাটনি’ নামক সম্পাদকীয় নিবন্ধ থেকে উদ্ধৃত উক্তিটি নেয়া হয়েছে।
লেখাটি (নিবন্ধটি) প্রকাশিত হয় ২০শে ডিসেম্বর ২০২৪ সালের টাইমস অফ ইন্ডিয়ার বাংলা সংবাদপত্র এই সময় এর উত্তর সম্পাদকীয় পাতায়।
ভারতে শিশু শ্রম সংক্রান্ত সমস্যাটির হাল হকিকত বর্ণনা করতে গিয়ে অধ্যাপক চন্দন রায় এই নিবন্ধটি লিখেছেন। গত নভেম্বর মাসে (২০২৪) পশ্চিমবঙ্গের শ্রম মন্ত্রী একটি পরিসংখ্যান দিয়ে জানান ২০২১ থেকে ২০২৪, এই চার বছরে শিশু শ্রমিকের সংখ্যা কমতে কমতে একেবারে শুন্যে এসে নেমেছে। শ্রম মন্ত্রী বলেছেন, কন্যাশ্রী ও যুবশ্রী মতো প্রকল্প গুলোই শিশুশ্রম দূর করতে সফল হয়েছে নিয়মিত পর্যবেক্ষণ এবং সচেতনতা বৃদ্ধি এই প্রক্রিয়াকে তারান্নিত করেছে।
ভারত সরকার ও ২০২৫ সালের মধ্যে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী শিশুশ্রম কে শূন্যে নামাতে চায়। নিবন্ধ কার চন্দন রায়ের মতে, “ কিন্তু ২০২৩ এর ডিসেম্বর মাসেই সংসদীয় স্ট্যান্ডিং কমিটি যে রিপোর্ট পেশ করে তা যথেষ্ট উদ্বেগ জনক। এ বিষয়ে জানানো হয়েছে গত পাঁচ বছরে ২ লক্ষ শিশু শ্রমিককে উদ্ধার করার কথা।”
ভারতের শিক্ষার অধিকার আইন ২০০৯ বলবৎ হওয়ার পর ভারতের শিশু শ্রমিক ও শিশু শিক্ষা বিষয়ক পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়েই তিনি এই কথাটি বলেছেন।
--------xx-------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন