মন্দির মসজিদ বিতর্কে মোহন ভাগবত
মন্দির মসজিদ বিতর্কে মোহন ভাগবত :
মন্দির মসজিদ বিতর্কে মোহন ভাগবত |
“রাম মন্দির তৈরি হবার পর কেউ কেউ মনে করছেন তারা নতুন নতুন জায়গায় একই ধরনের বিষয় সামনে এনে হিন্দুদের নেতা হয়ে উঠবেন। এটা মানা যায় না।”
— মোহন ভাগবত
উক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস অপ্রসঙ্গ জানুন :
মোহন ভাগবত হলেন ভারতের একটি ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান।
উত্তরপ্রদেশের বারাণসীর জ্ঞানবাপী মসজিদ, সম্বলের শাহী জামা মসজিদ, মথুরার শাহী ইদগাহ্ মসজিদ, রাজস্থানের আজমির দরগা ইত্যাদি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিতর্ক তৈরি হয়েছে সাম্প্রতিককালে। এগুলির বিরূদ্ধে কিছুদিন আগেই মুখ খুলেছে ভারতের সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার শুনানির শুরুতেই শীর্ষ আদালতের বেঞ্চ জানিয়ে দিয়েছে, দেশের সমস্ত ধর্মীয় স্থানে সমীক্ষা আপাতত বন্ধ রাখতে হবে। উপাসনাস্থলে সমীক্ষা নিয়ে কোনও আদালত কোনও নির্দেশ দিতে পারবে না। সমীক্ষা চেয়ে নতুন করে কোনও মামলা দায়ের হলেও তার শুনানি হবে না কোনও আদালতে। আপাতত চার সপ্তাহের জন্য এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বলবৎ থাকবে এই নির্দেশ।
এবার মুখ খুললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সুপ্রিম মোহন ভগবত। কোন ধর্মের উপাসনালয় খোঁড়াখুঁড়ি করে কেউ দেশে অস্থিরতা তৈরি করতে চাইলে তা সংঘ কোনভাবেই বরদাস্ত করবে না বলে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি। গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে ‘বিশ্বগুরু ভারত’ শীর্ষক পত্রিকায় মোহন ভগবত এই কথা বলেছেন। তাঁর কথায় :
“রাম মন্দির তৈরি হবার পর কেউ কেউ মনে করছেন তারা নতুন নতুন জায়গায় একই ধরনের বিষয় সামনে এনে হিন্দুদের নেতা হয়ে উঠবেন। এটা মানা যায় না।”
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘দেশ সংবিধান অনুযায়ী চলে। ফলে আধিপত্যবাদের কোন জায়গা নেই। আমরা যে সবাইকে নিয়ে বাঁচতে পারি, ভারতের সেটা দেখিয়ে দেওয়া প্রয়োজন।’
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন