হিন্দু সম্পর্কে স্বামী বিবেকানন্দের উক্তি

হিন্দু সম্পর্কে স্বামী বিবেকানন্দের উক্তি :

“আমি সেই হিন্দুকে করুণা করি যে যীশু খ্রিস্টের চরিত্রের সৌন্দর্য দেখতে পায় না। আমি সেই খ্রিষ্টানকে করুণা করি যে হিন্দু অবতারকে শ্রদ্ধা করে না”
— স্বামী বিবেকানন্দ

উক্তিটি ইংরেজিতে পড়ুন

উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :

স্বামী বিবেকানন্দ ১১ মার্চ, ১৮৯৪ সালে ডেট্রয়েটে একটি বক্তৃতা দিয়েছিলেন। এই বক্তৃতার মধ্যেই তিনি এই মন্তব্যটি করেছিলেন।

এই বক্তৃতা ও তার খবরটি ‘ডেট্রয়েট ফ্রি প্রেস’ নামক সংবাদপত্রে রিপোর্ট আকারে প্রকাশ করা হয়েছিল। রিপোর্টটি ছিল এরকম :

“বিবেকানন্দ গত রাতে ডেট্রয়েট অপেরা হাউসে ভিড়ে ঠাসা একটি সভায় তাঁর বক্তব্য পেশ করেছেন। তাঁকে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে এবং এখানে তিনি তাঁর সবচেয়ে বাকপটু ভাষণ প্রদান করেন। প্রায় আড়াই ঘণ্টা তিনি বক্তব্য রাখেন।

মাননীয় টি.ডব্লিউ. পামার, বিশিষ্ট দর্শকের সাথে পরিচয় করিয়ে দিতে গিয়ে, সেই পুরানো ঢালের গল্পের কথা উল্লেখ করেছেন যার একদিকে তামা এবং অন্যদিকে রূপা দিয়ে তৈরি এবং যা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছিল। আমরা যদি একটি প্রশ্নের উভয় দিকে তাকাই তাহলে কম বিতর্ক হবে। এবং সবার পক্ষে একমত হওয়া সম্ভব হবে। বিদেশী মিশনের বিষয়টি ধর্মীয় হৃদয়ে প্রিয় হয়েছে। বিবেকানন্দ, খ্রিস্টান দৃষ্টিকোণ থেকে, মিঃ পামার বলেছেন, একজন পৌত্তলিক ছিলেন। এটি একটি ভদ্রলোকের কাছ থেকে শুনতে আনন্দদায়ক হবে যিনি ঢালের তামার দিক সম্পর্কে কথা বলেছেন। বিবেকানন্দকে দারুণ করতালি দিয়ে বরণ করা হয়েছিল। . . .”

“Vive Kananda spoke to a crowded audience at the Detroit Opera House last night. He was given an extremely cordial reception and delivered his most eloquent address here. He spoke for two hours and a half.

Hon. T. W. Palmer, in introducing the distinguished visitor, referred to the old tale of the shield that was copper on one side and silver on the other and the contest which ensued. If we look on both sides of a question there would be less dispute. It is possible for all men to agree. The matter of foreign missions has been dear to the religious heart. Vive Kananda, from the Christian standpoint, said Mr. Palmer, was a pagan. It would be pleasant to hear from a gentleman who spoke about the copper side of the shield.

Vive Kananda was received with great applause.” . . .

মন্তব্যসমূহ

আরও দেখুন : 👉 বরণীয় মানুষের স্মরণীয় কথা

অ্যারিস্টোটল অ্যালবার্ট আইনস্টাইন অ্যালান প্যাটন আগাথা ক্রিস্টি আচার্য প্রফুল্ল চন্দ্র রায় আচার্য সত্যেন্দ্র দাস আদি শঙ্করাচার্য আবু হামিদ আল গাজ্জালি আব্রাহাম লিংকন আর্থার শোপেনহাওয়ার আলবার্ট আইনস্টাইন আলব্যার কাম্যু আলী হোসেন আলেকজান্ডার ইম্যানুয়েল ম্যাক্রোঁ ইয়াসের আরাফাত ইয়েভগেনি ইয়েভতুশেঙ্কো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উইনস্টন চার্চিল উইলিয়াম শেক্সপিয়ার উডি অ্যালেন এ পি জে আবদুল কালাম এডওয়ার্ড গিবন এডওয়ার্ড মুঙ্ক এডওয়ার্ড স্নোডেন এডগার অ্যালান পো এপিজে আবদুল কালাম এম এস স্বামীনাথন এমা গোল্ডম্যান এলিজিয়ার ইউডকভস্কি কনফুসিয়াস কার্ট ভনেগাট কার্ল মার্কস খালেদ হোসেইনি গুন্টার গ্রাস গোবিন্দ পানসারে গৌতম বুদ্ধ গ্রেটা থুনবার্গ চন্দন রায় জর্জ অরওয়েল জর্জ ক্যানিং জোসেফ কনরাড জ্যাক-ইভেস কৌস্তু জ্যোতিরাও ফুলে ড. মহাম্মদ ইউনুস ড. মায়া অ্যাঞ্জেলু থিওডোর রুজভেল্ট থিচ নাট হান দেবেন্দ্রনাথ ঠাকুর নরেন্দ্র মোদী নাইজেল ফারাজে নাওমি উলফ নেতাজি সুভাষচন্দ্র বসু নেলসন ম্যান্ডেলা নোম চমস্কি পাবলো ক্যাসালস পিথাগোরাস পূর্ণদাস বাউল পেট্রা নেমকোভা পোপ দ্বিতীয় জন পল পোপ ফ্রান্সিস প্রণব মুখোপাধ্যায় প্লেটো ফেই ফেই লি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বব ডিলান বব মার্লে বার্ট্রান্ড রাসেল বার্নি স্যান্ডার্স বি আর আম্বেদকর বিমান বসুর মন্তব্য বুদ্ধদেব ভট্টাচার্য বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বেনিতো মুসোলিনি বেনিত্তো মুসলিনি বেল হুকস ভিক্টর হুগো মমতা বন্দ্যোপাধ্যায় মহাত্মা গান্ধী মহাবীর মাও সে তুং মাওলানা জালালউদ্দিন রুমি মাওলানা ভাসানী মার্ক টোয়েন মার্কিন যুক্তরাষ্ট্র মার্গারেটর থ্যাচার মার্টিন লুথার কিং জুনিয়র মালালা ইউসুফজাই মিশেল ফুকো মুহাম্মদ শহীদুল্লাহ মোহন ভাগবত মোহাম্মদ আলী ম্যালকম এক্স যদুনাথ সরকার রঘুরাম রাজন রঞ্জিত সেন রণজিৎ গুহ রবীন্দ্রনাথ ঠাকুর রাজীব গান্ধী রামকৃষ্ণ পরমহংস রুপি কাউর রোজা পার্কস লি হুইটনাম লিও তলস্তয় লুপিতা নিইয়ং’ও লেনার্ড বার্নস্টাইন শিবাজী শিমন পেরেস শুভেন্দু অধিকারী শ্রীকৃষ্ণ শ্রীশ্রীআনন্দমূর্তি সক্রেটিস সর্বপল্লি রাধাকৃষ্ণন সান ইয়াত সেন সালমান রুশদি সিমোন দ্য বোভোয়া সুনীল গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টের বিচারপতি সেবাস্তিয়ান লেলিয়ো সৌমিত্র চট্টোপাধ্যায় স্টিফেন হকিং স্বামী বিবেকানন্দ স্যাম অল্টম্যান স্যার উইলিয়াম জোন্স স্লাভোজ জিজেক হওয়ার্ড জিন হজরত আলী হজরত মুহাম্মদ হযরত মুহাম্মদ হাইপেশিয়া হিটলার হিপোক্রেটিস হেলমুট নিউটন হেলেন কেলার হোসে সরামাগো Arundhati Roy Plato Stephen King
আরও দেখান

আরও দেখুন : 👉 গুরুত্বপূর্ণ বিষয়ে স্মরণীয় উক্তি

অহিংসা আইন আইনজীবী আধ্যাত্বিক জীবন আমেরিকার ইউনিয়ন ইতিহাস ইসরাইল ইসরাইল-হামাস যুদ্ধ ইসলাম ঈশ্বর উকিল উৎসব উদারপন্থী উদ্বাস্তু উন্নয়ন উপকথা উপনিষদ একনায়কতন্ত্র ওষুধ ঔদ্ধত্য ঔপনিবেশিকতা কবিতা কমিউনিজম কর্ম কল্পনা কাজ কুসংস্কার কৃত্রিম বুদ্ধিমত্তা কৃষি ব্যবস্থার সমস্যা কৃষিকাজ ক্যারিশমা ক্রিয়াবাদের মূলনীতি ক্ষমতা ক্ষুধা গণতন্ত্র গণনা গণহত্যা গবেষণা গীতা ঘৃণা বিদ্বেষ চাকরি চিকিৎসা চিনা প্রবাদ চেতনা ছাত্র যুব জঙ্গল জনগোষ্ঠীর অস্তিত্ব জমির অধিকার জলবায়ু জাতপাত জাতীয় আয় জাতীয় সুরক্ষা এজেন্সি জীবন জৈন ধর্ম জ্ঞান জ্ঞান চর্চা ঝুঁকি ডাক্তার ডাক্তারের দায়িত্ব ডেমোক্রেটিক পার্টি দায়িত্ব দারিদ্র দাসত্ব দুঃখ দুঃখের কারণ দুর্নীতি দেশ ও ধর্ম দেশদ্রোহী দেশপ্রেম ধনতন্ত্র ধর্ম ধর্ম ও উদারতা ধর্মগুরু ধর্মনিরপেক্ষতা ধর্মরাষ্ট্র ধর্মীয় নিপীড়ন ধার্মিক ধৈর্যশীলতা নতুন প্রজন্ম নামকরণ নারী নারী অধিকার নারী আন্দোলন নারীবাদ নিয়ম নির্বাচন নৈরাজ্য ন্যায় পরিবর্তন পরিবার ভেঙে যাওয়া পরিবেশ দূষণ পরিসংখ্যান পলিটিক্যল কারেক্টনেস পশ্চিম এশিয়ার সংঘাত পুঁজি পুঁজিপতি পুথিপাঠ পুরুষ পুরুষ মানুষ পূজা পৃথিবী পৌরাণিক কাহিনি প্যালেস্টাইন প্রকৃতি প্রতিকৃতি প্রতিক্রিয়াশীল শক্তি প্রতিবাদ প্রযুক্তি প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক পরিবেশ প্রিয় হবার কারণ প্রেম ফ্যাসিজম ফ্যাসিবাদ বক্তা বজ্রপাত বড় বিষয় বাংলাদেশ বাঙালি বিচার বিভাগের ভুল বিচারব্যবস্থা বিজ্ঞান বিজ্ঞান চেতনা বিদ্রোহ বিপ্লব বিশ্বাস বুদ্ধি বুদ্ধিমান মানুষ ব্যক্তি স্বার্থ ব্রাহ্মণ ব্রিটিশ শিল্প ব্যবস্থা ভয় ভালো থাকা ভালো নাগরিক ভালোবাসা ভাষা ভাষার বিলুপ্তি ভোট মনুষ্যত্ব মনের ব্যথা মন্দির মন্দির-মসজিদ বিতর্ক মহান আত্মা মাতৃভাষা মানব পাচার মানবধিকার মানবসম্পদ মানুষ হত্যা মারাঠা মিথ্যা মুক্তির উপায় মৃত্যু মেয়েদের ক্ষমতা যুক্তি যুদ্ধ রাজনীতি রাজনীতিবিদ রাষ্ট্র রাষ্ট্রপতি রোগ নিরাময় লেখক শঙ্কা শান্তি শিক্ষক শিক্ষা শিক্ষাল্পতা শিখ-বিরোধী দাঙ্গা শিশু শিশুশ্রম শুদ্ধ ও সঠিক চিন্তা শোষক শ্রমিক শ্রেণি শ্রমের শ্রীলঙ্কা সংখ্যালঘু সংবিধান সংবিধানের বেসিক স্ট্রাকচার সংস্কার সংস্কৃত ভাষা সংস্কৃতি সততা ও শিক্ষা সত্য সন্দেহ সন্ন্যাসী সবুজ উদ্ভিদ সমাজ সমাজ বিষয়ক সম্প্রদায়িকতা সম্মান সহিষ্ণুতা সাফল্য সাম্রাজ্যবাদ সাহস সাহিত্যিক সুখ সুন্দরতম জিনিস সুপ্রিম কোর্ট সুশাসন সৃষ্টিকর্তা স্কুল বোর্ড স্বপ্ন স্বাধীনতা স্বাধীনতা সম্পর্কিত স্বাস্থ্যব্যবস্থা হিংসা হিন্দু হিন্দু মুসলমান সম্পর্ক হিন্দু শাস্ত্র হিন্দুত্ব Getting Old Nationalism Politics power
আরও দেখান

জনপ্রিয় পোস্টসমূহ