কলকাতা সম্পর্কে ভি এস নইপলের উক্তি
কলকাতা সম্পর্কে ভি এস নইপলের উক্তি :
“বছরের পর বছর ধরে, এমনকি ১৯৬২ সালে আমার প্রথম সফরের সময়ও, বলা হয়েছে, কলকাতা মৃতপ্রায়, এর বন্দর পলিতে ভরে যাচ্ছে, পুরানো শিল্প কারখানাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু কলকাতা মরেনি। এতটা ঠিক ঘটেও নি। তবে তা চলছিল।”
— ভিএস নইপল(স্যার বিদ্যাধর সুরজপ্রসাদ নাইপল)
উক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
স্যার বিদ্যাধর সুরজপ্রসাদ নাইপল হলেন একজন ত্রিনিদাদীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক। ইংরেজি কথাসাহিত্য এবং ননফিকশন রচনার জন্য তিনি খ্যাতি লাভ করেছেন। তাঁর জন্ম ১৯৩২ সালের ১৭ আগস্ট। ২০১৮ সালের ১১ ই আগস্ট তিনি পরলোক গমন করেন।
তাঁর গদ্য সাহিত্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। তবে তাঁর মতামত মাঝে মাঝে বিতর্কের জন্ম দিয়েছে। পঞ্চাশ বছরে তিনি ত্রিশটিরও বেশি বই প্রকাশ করেছেন।
নাইপলের যুগান্তকারী উপন্যাস ‘এ হাউস ফর মিস্টার বিশ্বাস’ ১৯৬১ সালে প্রকাশিত হয়েছিল। নাইপল ১৯৭১ সালে তাঁর ‘ইন এ ফ্রি স্টেট’ উপন্যাসের জন্য ‘বুকার পুরস্কার’ জিতেছিলেন । তিনি ১৯৮৩ সালে জেরুজালেম পুরস্কার জিতেছিলেন এবং ১৯৯০ সালে তিনি ট্রিনিটি ক্রস, ত্রিনিদাদ এবং টোবাগোর সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হন।
তিনি ১৯৯০ সালে ব্রিটেনে ‘নাইটহুড’ এবং ২০০১ সালে সাহিত্যে ‘নোবেল পুরস্কার’ পান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন