কলকাতা সম্পর্কে ভি এস নইপলের উক্তি

 কলকাতা সম্পর্কে ভি এস নইপলের উক্তি :

“বছরের পর বছর ধরে, এমনকি ১৯৬২ সালে আমার প্রথম সফরের সময়ও, বলা হয়েছে, কলকাতা মৃতপ্রায়, এর বন্দর পলিতে ভরে যাচ্ছে, পুরানো শিল্প কারখানাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু কলকাতা মরেনি। এতটা ঠিক ঘটেও নি। তবে তা চলছিল।”

— ভিএস নইপল
(স্যার বিদ্যাধর সুরজপ্রসাদ নাইপল)

উক্তিটি ইংরেজিতে পড়ুন

উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :

স্যার বিদ্যাধর সুরজপ্রসাদ নাইপল হলেন একজন ত্রিনিদাদীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক। ইংরেজি কথাসাহিত্য এবং ননফিকশন রচনার জন্য তিনি খ্যাতি লাভ করেছেন। তাঁর জন্ম ১৯৩২ সালের ১৭ আগস্ট। ২০১৮ সালের ১১ ই আগস্ট তিনি পরলোক গমন করেন।

তাঁর গদ্য সাহিত্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। তবে তাঁর মতামত মাঝে মাঝে বিতর্কের জন্ম দিয়েছে। পঞ্চাশ বছরে তিনি ত্রিশটিরও বেশি বই প্রকাশ করেছেন।

নাইপলের যুগান্তকারী উপন্যাস ‘এ হাউস ফর মিস্টার বিশ্বাস’ ১৯৬১ সালে প্রকাশিত হয়েছিল। নাইপল ১৯৭১ সালে তাঁর ‘ইন এ ফ্রি স্টেট’ উপন্যাসের জন্য ‘বুকার পুরস্কার’ জিতেছিলেন । তিনি ১৯৮৩ সালে জেরুজালেম পুরস্কার জিতেছিলেন এবং ১৯৯০ সালে তিনি ট্রিনিটি ক্রস, ত্রিনিদাদ এবং টোবাগোর সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হন।

তিনি ১৯৯০ সালে ব্রিটেনে ‘নাইটহুড’ এবং ২০০১ সালে সাহিত্যে ‘নোবেল পুরস্কার’ পান।

------------xx-----------
Sir Bidyadar Surajprasad Naipaul was a British writer of Trinidadian origin. He is known for his English fiction and nonfiction. He was born on 17 August 1932. He passed away on 11 August 2018.

His prose literature was widely acclaimed. However, his opinions sometimes sparked controversy. He published more than thirty books in fifty years.

Naipaul's landmark novel 'A House for Mr Biswas' was published in 1961. Naipaul won the 'Booker Prize' in 1971 for his novel 'In a Free State'. He won the Jerusalem Prize in 1983 and in 1990 he was awarded the Trinity Cross, Trinidad and Tobago's highest national honour.

He received a 'Knighthood' in Britain in 1990 and the 'Nobel Prize' in Literature in 2001.
------------xx-----------

মন্তব্যসমূহ

আরও দেখুন : 👉 বরণীয় মানুষের স্মরণীয় কথা

অ্যারিস্টোটল অ্যালবার্ট আইনস্টাইন অ্যালান প্যাটন আগাথা ক্রিস্টি আচার্য প্রফুল্ল চন্দ্র রায় আচার্য সত্যেন্দ্র দাস আদি শঙ্করাচার্য আবু হামিদ আল গাজ্জালি আব্রাহাম লিংকন আর্থার শোপেনহাওয়ার আলবার্ট আইনস্টাইন আলব্যার কাম্যু আলী হোসেন আলেকজান্ডার ইম্যানুয়েল ম্যাক্রোঁ ইয়াসের আরাফাত ইয়েভগেনি ইয়েভতুশেঙ্কো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উইনস্টন চার্চিল উইলিয়াম শেক্সপিয়ার উডি অ্যালেন এ পি জে আবদুল কালাম এডওয়ার্ড গিবন এডওয়ার্ড মুঙ্ক এডওয়ার্ড স্নোডেন এডগার অ্যালান পো এপিজে আবদুল কালাম এম এস স্বামীনাথন এমা গোল্ডম্যান এলিজিয়ার ইউডকভস্কি কনফুসিয়াস কার্ট ভনেগাট কার্ল মার্কস খালেদ হোসেইনি গুন্টার গ্রাস গোবিন্দ পানসারে গৌতম বুদ্ধ গ্রেটা থুনবার্গ চন্দন রায় জর্জ অরওয়েল জর্জ ক্যানিং জোসেফ কনরাড জ্যাক-ইভেস কৌস্তু জ্যোতিরাও ফুলে ড. মহাম্মদ ইউনুস ড. মায়া অ্যাঞ্জেলু থিওডোর রুজভেল্ট থিচ নাট হান দেবেন্দ্রনাথ ঠাকুর নরেন্দ্র মোদী নাইজেল ফারাজে নাওমি উলফ নেতাজি সুভাষচন্দ্র বসু নেলসন ম্যান্ডেলা নোম চমস্কি পাবলো ক্যাসালস পিথাগোরাস পূর্ণদাস বাউল পেট্রা নেমকোভা পোপ দ্বিতীয় জন পল পোপ ফ্রান্সিস প্রণব মুখোপাধ্যায় প্লেটো ফেই ফেই লি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বব ডিলান বব মার্লে বার্ট্রান্ড রাসেল বার্নি স্যান্ডার্স বি আর আম্বেদকর বিমান বসুর মন্তব্য বুদ্ধদেব ভট্টাচার্য বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বেনিতো মুসোলিনি বেনিত্তো মুসলিনি বেল হুকস ভিক্টর হুগো মমতা বন্দ্যোপাধ্যায় মহাত্মা গান্ধী মহাবীর মাও সে তুং মাওলানা জালালউদ্দিন রুমি মাওলানা ভাসানী মার্ক টোয়েন মার্কিন যুক্তরাষ্ট্র মার্গারেটর থ্যাচার মার্টিন লুথার কিং জুনিয়র মালালা ইউসুফজাই মিশেল ফুকো মুহাম্মদ শহীদুল্লাহ মোহন ভাগবত মোহাম্মদ আলী ম্যালকম এক্স যদুনাথ সরকার রঘুরাম রাজন রঞ্জিত সেন রণজিৎ গুহ রবীন্দ্রনাথ ঠাকুর রাজীব গান্ধী রামকৃষ্ণ পরমহংস রুপি কাউর রোজা পার্কস লি হুইটনাম লিও তলস্তয় লুপিতা নিইয়ং’ও লেনার্ড বার্নস্টাইন শিবাজী শিমন পেরেস শুভেন্দু অধিকারী শ্রীকৃষ্ণ শ্রীশ্রীআনন্দমূর্তি সক্রেটিস সর্বপল্লি রাধাকৃষ্ণন সান ইয়াত সেন সালমান রুশদি সিমোন দ্য বোভোয়া সুনীল গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টের বিচারপতি সেবাস্তিয়ান লেলিয়ো সৌমিত্র চট্টোপাধ্যায় স্টিফেন হকিং স্বামী বিবেকানন্দ স্যাম অল্টম্যান স্যার উইলিয়াম জোন্স স্লাভোজ জিজেক হওয়ার্ড জিন হজরত আলী হজরত মুহাম্মদ হযরত মুহাম্মদ হাইপেশিয়া হিটলার হিপোক্রেটিস হেলমুট নিউটন হেলেন কেলার হোসে সরামাগো Arundhati Roy Plato Stephen King
আরও দেখান

আরও দেখুন : 👉 গুরুত্বপূর্ণ বিষয়ে স্মরণীয় উক্তি

অহিংসা আইন আইনজীবী আধ্যাত্বিক জীবন আমেরিকার ইউনিয়ন ইতিহাস ইসরাইল ইসরাইল-হামাস যুদ্ধ ইসলাম ঈশ্বর উকিল উৎসব উদারপন্থী উদ্বাস্তু উন্নয়ন উপকথা উপনিষদ একনায়কতন্ত্র ওষুধ ঔদ্ধত্য ঔপনিবেশিকতা কবিতা কমিউনিজম কর্ম কল্পনা কাজ কুসংস্কার কৃত্রিম বুদ্ধিমত্তা কৃষি ব্যবস্থার সমস্যা কৃষিকাজ ক্যারিশমা ক্রিয়াবাদের মূলনীতি ক্ষমতা ক্ষুধা গণতন্ত্র গণনা গণহত্যা গবেষণা গীতা ঘৃণা বিদ্বেষ চাকরি চিকিৎসা চিনা প্রবাদ চেতনা ছাত্র যুব জঙ্গল জনগোষ্ঠীর অস্তিত্ব জমির অধিকার জলবায়ু জাতপাত জাতীয় আয় জাতীয় সুরক্ষা এজেন্সি জীবন জৈন ধর্ম জ্ঞান জ্ঞান চর্চা ঝুঁকি ডাক্তার ডাক্তারের দায়িত্ব ডেমোক্রেটিক পার্টি দায়িত্ব দারিদ্র দাসত্ব দুঃখ দুঃখের কারণ দুর্নীতি দেশ ও ধর্ম দেশদ্রোহী দেশপ্রেম ধনতন্ত্র ধর্ম ধর্ম ও উদারতা ধর্মগুরু ধর্মনিরপেক্ষতা ধর্মরাষ্ট্র ধর্মীয় নিপীড়ন ধার্মিক ধৈর্যশীলতা নতুন প্রজন্ম নামকরণ নারী নারী অধিকার নারী আন্দোলন নারীবাদ নিয়ম নির্বাচন নৈরাজ্য ন্যায় পরিবর্তন পরিবার ভেঙে যাওয়া পরিবেশ দূষণ পরিসংখ্যান পলিটিক্যল কারেক্টনেস পশ্চিম এশিয়ার সংঘাত পুঁজি পুঁজিপতি পুথিপাঠ পুরুষ পুরুষ মানুষ পূজা পৃথিবী পৌরাণিক কাহিনি প্যালেস্টাইন প্রকৃতি প্রতিকৃতি প্রতিক্রিয়াশীল শক্তি প্রতিবাদ প্রযুক্তি প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক পরিবেশ প্রিয় হবার কারণ প্রেম ফ্যাসিজম ফ্যাসিবাদ বক্তা বজ্রপাত বড় বিষয় বাংলাদেশ বাঙালি বিচার বিভাগের ভুল বিচারব্যবস্থা বিজ্ঞান বিজ্ঞান চেতনা বিদ্রোহ বিপ্লব বিশ্বাস বুদ্ধি বুদ্ধিমান মানুষ ব্যক্তি স্বার্থ ব্রাহ্মণ ব্রিটিশ শিল্প ব্যবস্থা ভয় ভালো থাকা ভালো নাগরিক ভালোবাসা ভাষা ভাষার বিলুপ্তি ভোট মনুষ্যত্ব মনের ব্যথা মন্দির মন্দির-মসজিদ বিতর্ক মহান আত্মা মাতৃভাষা মানব পাচার মানবধিকার মানবসম্পদ মানুষ হত্যা মারাঠা মিথ্যা মুক্তির উপায় মৃত্যু মেয়েদের ক্ষমতা যুক্তি যুদ্ধ রাজনীতি রাজনীতিবিদ রাষ্ট্র রাষ্ট্রপতি রোগ নিরাময় লেখক শঙ্কা শান্তি শিক্ষক শিক্ষা শিক্ষাল্পতা শিখ-বিরোধী দাঙ্গা শিশু শিশুশ্রম শুদ্ধ ও সঠিক চিন্তা শোষক শ্রমিক শ্রেণি শ্রমের শ্রীলঙ্কা সংখ্যালঘু সংবিধান সংবিধানের বেসিক স্ট্রাকচার সংস্কার সংস্কৃত ভাষা সংস্কৃতি সততা ও শিক্ষা সত্য সন্দেহ সন্ন্যাসী সবুজ উদ্ভিদ সমাজ সমাজ বিষয়ক সম্প্রদায়িকতা সম্মান সহিষ্ণুতা সাফল্য সাম্রাজ্যবাদ সাহস সাহিত্যিক সুখ সুন্দরতম জিনিস সুপ্রিম কোর্ট সুশাসন সৃষ্টিকর্তা স্কুল বোর্ড স্বপ্ন স্বাধীনতা স্বাধীনতা সম্পর্কিত স্বাস্থ্যব্যবস্থা হিংসা হিন্দু হিন্দু মুসলমান সম্পর্ক হিন্দু শাস্ত্র হিন্দুত্ব Getting Old Nationalism Politics power
আরও দেখান

জনপ্রিয় পোস্টসমূহ