বার্ধক্য সম্পর্কে কাজী নজরুল ইসলামের উক্তি
বার্ধক্য সম্পর্কে কাজী নজরুল ইসলামের উক্তি :
“বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়াইয়া পড়িয়া থাকে।”
—কাজী নজরুল ইসলাম
উক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
কাজী নজরুল ইসলাম বার্ধক্য সম্পর্কে তাঁর 'যৌবনের গান' প্রবন্ধে কিছু বিখ্যাত উক্তি করেছেন। এর মধ্যে অন্যতম হলো:
"বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়াইয়া পড়িয়া থাকে।"
"বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না।"
"আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাঁহাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন।"
"বৃদ্ধ তাহারাই যাহারা নব অরুণোদয় দেখিয়া নিদ্রাভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে।"
কাজী নজরুল ইসলামের মতে, বার্ধক্য শুধুমাত্র শারীরিক নয়, মানসিকও। তিনি মনে করতেন, যারা নতুনকে গ্রহণ করতে পারে না, তারাই প্রকৃত বৃদ্ধ।
Kazi Nazrul Islam's quote about Old Age :
Kazi Nazrul Islam has made some famous statements about old age in his essay 'Song of Youth'. One of them is:
"Old age is that which clings to the old, lies, and death."
"Old age cannot always be bound by the frame of age."
"Again, I have seen many old people whose youth shines like a cloudless sun under the ravages of old age."
"Old people are those who, after seeing the new dawn, close the door for fear of waking up."
According to Kazi Nazrul Islam, old age is not only physical but also mental. He believed that those who cannot accept the new are the real old people.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন