জীবন মৃত্যু সম্পর্কে মহাত্মা গান্ধীর উক্তি

জীবন মৃত্যু সম্পর্কে মহাত্মা গান্ধীর উক্তি :

“এমনভাবে বাঁচো, যেন তুমি আগামীকালই মারা যাবে। আর এমন ভাবে শেখো, যেন তুমি চিরদিন বেঁচে থাকবে।”
— মহাত্মা গান্ধী

উক্তিটি ইংরেজিতে পড়ুন

উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :

“এমনভাবে বাঁচো, যেন তুমি আগামীকাল মারা যাবে। এমনভাবে শেখো, যেন তুমি চিরকাল বেঁচে থাকবে” — মহাত্মা গান্ধীর নামে উল্লেখিত এটি একটি অবিস্মরণীয় উক্তি যা ব্যাপকভাবে প্রচারিত। 

কিন্তু এখনোও পর্যন্ত এই উক্তিটির সঠিক উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। অর্থাৎ এই উক্তিটি তাঁর নির্দিষ্ট কোন্ লেখা বা বক্তৃতার সাথে সরাসরি সম্পর্কিত, তা জানা যায়নি। কারণ, এমন কোনও নথিভুক্ত উৎস এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে নেই।

একজন বিশিষ্ট লেখক, ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা এবং অহিংসার পূজারী হিসাবে মহাত্মা গান্ধী, তাঁর সহজ-সরল জীবনযাপনের মধ্য দিয়ে বর্তমান সময়কে উপলব্ধি করার চেষ্টা করেছেন এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারা জীবন ধরে জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেছেন। এবং এ বিষয়ে তাঁর সারা জীবনের উপলব্ধি বিভিন্ন লেখা ও বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছেন। তাঁর এই বিশেষ বাক্যাংশটি কোনও নির্দিষ্ট পাঠ্য থেকে মৌখিক উদ্ধৃতি হিসাবে চিহ্নিত না হয়ে, তাঁর এই জীবন ও শিক্ষা দর্শনের একটি জনপ্রিয় সংক্ষেপ বা ব্যাখ্যা হিসাবে প্রচারিত হয়েছে বলে মনে হয়।

মহাত্মা গান্ধীর নাতি রাজমোহন গান্ধী তাঁর দাদার মতামত বিভিন্ন জায়গায় এমনভাবে আলোচনা করেছেন, যা এই উক্তির অনুভূতির সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হয়।

এ প্রসঙ্গে উল্লেখ্য যে, আধুনিক গবেষণা এই ইঙ্গিত দিচ্ছে যে, মহাত্মা গান্ধীর জন্মের পূর্ববর্তী সময়ের বিভিন্ন উৎসগুলিতেও প্রায় একই রকম অনুভূতির উল্লেখ পাওয়া যায়। উদাহরণস্বরূপ: সেভিলের ইসিডোর থেকে এই একই রকম উক্তি পাওয়া যেতে পারে। ইসলাম ধর্মের শাস্ত্র গ্রন্থ ‘হাদিস’ থেকেও একই রকম ধারণা পাওয়া যায়।

সুতরাং বোঝা যাচ্ছে যে, এই উক্তিতে প্রকাশিত ধারণাটি সময়ের সাথে সাথে প্রবাহমান ছিল এবং মহাত্মা গান্ধী এর একটি খুবই সুন্দর সংস্করণ তৈরি করেছিলেন, যা আজ মানুষের মুখে মুখে ফিরছে।

অর্থাৎ মহাত্মা গান্ধী এই অনুভূতিকে জনপ্রিয় করে তুলেছিলেন এবং এটি তাঁর শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ। মনে রাখা দরকার, এর মূল ধারণাটির শিকড় প্রাচীন দার্শনিক ও ধর্মীয় চিন্তাধারায় মধ্যে নিহিত আছে।

মহাত্মা গান্ধী তাঁর আত্মজীবনী ‘দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ’, ‘ইয়ং ইন্ডিয়া’ এবং ‘হরিজন’ এর মতো গ্রন্থ ও পত্রিকায় প্রকাশিত বিভিন্ন নিবন্ধে, জীবনের উদ্দেশ্য এবং তার সঙ্গে জ্ঞান অন্বেষণের গভীর সম্পর্কের উপর জোর দিয়েছেন। ‘এমনভাবে বাঁচো যেন তুমি আগামীকাল মারা যাবে’, —এই অংশের সঙ্গে ভালো কাজের নিরবিচ্ছিন্ন এবং দ্রুত সম্পান্ন করার তাগিদ লক্ষ্য করা যায়, যা তাঁরজীবন দর্শন ও শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে দ্বিতীয় অংশ, “এমনভাবে শেখো, যেন তুমি চিরকাল বেঁচে থাকবে”, ক্রমাগত আত্ম-উন্নতি এবং সত্য-অনুসন্ধানে তাঁর বিশ্বাসকে প্রতিফলিত করে। গবেষক এবং উদ্ধৃতি উৎসাহীরা মনে করেন যে, এটি পরবর্তীকালে তাঁর অনুসারীদের দ্বারা তৈরি করা হতে পারে, যাতে তাঁর ধারণাগুলিকে একটি সংক্ষিপ্ত, স্মরণীয় আকারে উপস্থাপিত করা যায়।

সুতরাং আমাদের পর্যবেক্ষণ হলো,  এটি কোনও সুনির্দিষ্ট প্রাথমিক উৎস ছাড়াই, সম্ভবত সরাসরি উদ্ধৃতি না বলে বরং গান্ধীর বৃহত্তর দর্শন দ্বারা অনুপ্রাণিত একটি উক্তি হিসাবে বিবেচনা করা উচিত।

আপনার কাছে যদি এ বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য থাকে অনুগ্রহ করে গ্রন্থের নাম এবং পৃষ্ঠা উল্লেখ করেমন্তব্যের ঘরে মতামত হিসাবে লিপিবদ্ধ করে যাবেন।  পরবর্তী সময়ে,  আমরা তা যাচাই করে দেখব এবং আপনার ঋণ স্বীকার করবো এই অংশে। 

মন্তব্যসমূহ

আরও দেখুন : 👉 বরণীয় মানুষের স্মরণীয় কথা

অস্কার ওয়াইল্ড অ্যাঞ্জেলা ডেভিস অ্যাডাম স্মিথ অ্যালবার্ট আইনস্টাইন অ্যালান প্যাটন আগাথা ক্রিস্টি আচার্য প্রফুল্ল চন্দ্র রায় আচার্য সত্যেন্দ্র দাস আদি শঙ্করাচার্য আবু হামিদ আল গাজ্জালি আব্রাহাম লিংকন আর্থার শোপেনহাওয়ার আলবার্ট আইনস্টাইন আলব্যার কাম্যু আলী হোসেন আলেকজান্ডার ইম্যানুয়েল ম্যাক্রোঁ ইয়াসের আরাফাত ইয়েভগেনি ইয়েভতুশেঙ্কো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উইনস্টন চার্চিল উইলিয়াম শেক্সপিয়ার উডি অ্যালেন এ পি জে আবদুল কালাম এডওয়ার্ড গিবন এডওয়ার্ড মুঙ্ক এডওয়ার্ড স্নোডেন এডগার অ্যালান পো এপিজে আবদুল কালাম এম এস স্বামীনাথন এমা গোল্ডম্যান এলিজিয়ার ইউডকভস্কি কনফুসিয়াস কার্ট ভনেগাট কার্ল মার্কস খালেদ হোসেইনি গুন্টার গ্রাস গোবিন্দ পানসারে গৌতম বুদ্ধ গ্রেটা থুনবার্গ চন্দন রায় জর্জ অরওয়েল জর্জ ক্যানিং জোসেফ কনরাড জ্যাক-ইভেস কৌস্তু জ্যোতিরাও ফুলে ড. মহাম্মদ ইউনুস ড. মায়া অ্যাঞ্জেলু থিওডোর রুজভেল্ট থিচ নাট হান দেবেন্দ্রনাথ ঠাকুর নরেন্দ্র মোদী নাইজেল ফারাজে নাওমি উলফ নেতাজি সুভাষচন্দ্র বসু নেলসন ম্যান্ডেলা নোম চমস্কি পাবলো ক্যাসালস পিথাগোরাস পূর্ণদাস বাউল পেট্রা নেমকোভা পোপ দ্বিতীয় জন পল পোপ ফ্রান্সিস প্রণব মুখোপাধ্যায় প্লেটো ফেই ফেই লি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বব ডিলান বব মার্লে বার্ট্রান্ড রাসেল বার্নি স্যান্ডার্স বি আর আম্বেদকর বিমান বসুর মন্তব্য বুদ্ধদেব ভট্টাচার্য বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বেনিতো মুসোলিনি বেনিত্তো মুসলিনি বেল হুকস ভিক্টর হুগো মমতা বন্দ্যোপাধ্যায় মহাত্মা গান্ধী মহাবীর মাও সে তুং মাওলানা জালালউদ্দিন রুমি মাওলানা ভাসানী মার্ক টোয়েন মার্কিন যুক্তরাষ্ট্র মার্গারেটর থ্যাচার মার্টিন লুথার কিং জুনিয়র মালালা ইউসুফজাই মিশেল ফুকো মুহাম্মদ শহীদুল্লাহ মোহন ভাগবত মোহাম্মদ আলী ম্যালকম এক্স যদুনাথ সরকার রঘুরাম রাজন রঞ্জিত সেন রণজিৎ গুহ রবীন্দ্রনাথ ঠাকুর রাজীব গান্ধী রামকৃষ্ণ পরমহংস রুপি কাউর রোজা পার্কস লি হুইটনাম লিও তলস্তয় লুপিতা নিইয়ং’ও লেনার্ড বার্নস্টাইন শিবাজী শিমন পেরেস শুভেন্দু অধিকারী শ্রীকৃষ্ণ শ্রীশ্রীআনন্দমূর্তি সক্রেটিস সর্বপল্লি রাধাকৃষ্ণন সান ইয়াত সেন সালমান রুশদি সিমোন দ্য বোভোয়া সুনীল গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টের বিচারপতি সেবাস্তিয়ান লেলিয়ো সৌমিত্র চট্টোপাধ্যায় স্টিফেন হকিং স্বামী বিবেকানন্দ স্যাম অল্টম্যান স্যার উইলিয়াম জোন্স স্লাভোজ জিজেক হওয়ার্ড জিন হজরত আলী হজরত মুহাম্মদ হযরত মুহাম্মদ হাইপেশিয়া হিটলার হিপোক্রেটিস হেলমুট নিউটন হেলেন কেলার হোসে সরামাগো
আরও দেখান

আরও দেখুন : 👉 গুরুত্বপূর্ণ বিষয়ে স্মরণীয় উক্তি

অবৈতনিক শিক্ষা অমুসলিমদের অধিকার অর্থ বা টাকা অর্থনীতি অহিংসা আইন আইনজীবী আধ্যাত্বিক জীবন আমেরিকার ইউনিয়ন ইতিহাস ইসরাইল ইসরাইল-হামাস যুদ্ধ ইসলাম ঈশ্বর উকিল উদারপন্থী উদ্বাস্তু উন্নয়ন উপকথা উপনিষদ উৎসব একনায়কতন্ত্র ওষুধ ঔদ্ধত্য ঔপনিবেশিকতা কবিতা কমিউনিজম কর্ম কল্পনা কাজ কুসংস্কার কৃত্রিম বুদ্ধিমত্তা কৃষি ব্যবস্থার সমস্যা কৃষিকাজ ক্যারিশমা ক্রিয়াবাদের মূলনীতি ক্ষমতা ক্ষুধা গণতন্ত্র গণনা গণহত্যা গবেষণা গীতা ঘৃণা বিদ্বেষ চাকরি চিকিৎসা চিনা প্রবাদ চেতনা ছাত্র যুব জঙ্গল জনগোষ্ঠীর অস্তিত্ব জমির অধিকার জলবায়ু জাতপাত জাতীয় আয় জাতীয় সুরক্ষা এজেন্সি জীবন জৈন ধর্ম জ্ঞান জ্ঞান চর্চা ঝুঁকি ডাক্তার ডাক্তারের দায়িত্ব ডেমোক্রেটিক পার্টি দারিদ্র দাসত্ব দায়িত্ব দুঃখ দুঃখের কারণ দুর্নীতি দেশ ও ধর্ম দেশদ্রোহী দেশপ্রেম ধনতন্ত্র ধর্ম ধর্ম ও উদারতা ধর্মগুরু ধর্মনিরপেক্ষতা ধর্মরাষ্ট্র ধর্মীয় নিপীড়ন ধার্মিক ধৈর্যশীলতা নতুন প্রজন্ম নামকরণ নারী নারী অধিকার নারী আন্দোলন নারীবাদ নিয়ম নির্বাচন নৈরাজ্য ন্যায় পরিবর্তন পরিবার ভেঙে যাওয়া পরিবেশ দূষণ পরিসংখ্যান পলিটিক্যল কারেক্টনেস পশ্চিম এশিয়ার সংঘাত পুঁজি পুঁজিপতি পুথিপাঠ পুরুষ পুরুষ মানুষ পূজা পৃথিবী পৌরাণিক কাহিনি প্যালেস্টাইন প্রকৃতি প্রতিকৃতি প্রতিক্রিয়াশীল শক্তি প্রতিবাদ প্রযুক্তি প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক পরিবেশ প্রিয় হবার কারণ প্রেম ফ্যাসিজম ফ্যাসিবাদ বক্তা বজ্রপাত বড় বিষয় বাংলাদেশ বাঙালি বিচার বিভাগের ভুল বিচারব্যবস্থা বিজ্ঞান বিজ্ঞান চেতনা বিদ্রোহ বিপ্লব বিশ্বাস বুদ্ধি বুদ্ধিমান মানুষ ব্যক্তি স্বার্থ ব্রাহ্মণ ব্রিটিশ শিল্প ব্যবস্থা ভয় ভালো থাকা ভালো নাগরিক ভালোবাসা ভাষা ভাষার বিলুপ্তি ভোট মনুষ্যত্ব মনের ব্যথা মন্দির মন্দির-মসজিদ বিতর্ক মহান আত্মা মাতৃভাষা মানব পাচার মানবধিকার মানবসম্পদ মানুষ হত্যা মারাঠা মিথ্যা মুক্তির উপায় মৃত্যু মেয়েদের ক্ষমতা যুক্তি যুদ্ধ রাজনীতি রাজনীতিবিদ রাষ্ট্র রাষ্ট্রপতি রোগ নিরাময় লেখক শঙ্কা শান্তি শিক্ষক শিক্ষা শিক্ষাল্পতা শিখ-বিরোধী দাঙ্গা শিশু শিশুশ্রম শুদ্ধ ও সঠিক চিন্তা শোষক শ্রমিক শ্রেণি শ্রমের শ্রীলঙ্কা সংখ্যালঘু সংবিধান সংবিধানের বেসিক স্ট্রাকচার সংস্কার সংস্কৃত ভাষা সংস্কৃতি সততা ও শিক্ষা সত্য সন্দেহ সন্ন্যাসী সবুজ উদ্ভিদ সমাজ সমাজ বিষয়ক সম্মান সহিষ্ণুতা সাফল্য সাম্রাজ্যবাদ সাহস সাহিত্যিক সুখ সুন্দরতম জিনিস সুপ্রিম কোর্ট সুশাসন সৃষ্টিকর্তা স্কুল বোর্ড স্বপ্ন স্বাধীনতা স্বাধীনতা সম্পর্কিত স্বাস্থ্যব্যবস্থা হিংসা হিন্দু হিন্দু মুসলমান সম্পর্ক হিন্দু শাস্ত্র হিন্দুত্ব
আরও দেখান

জনপ্রিয় পোস্টসমূহ