ধর্মগ্রন্থ সম্পর্কে শিবরাম চক্রবর্তীর উক্তি
ধর্মগ্রন্থ সম্পর্কে শিবরাম চক্রবর্তীর উক্তি :
“ধর্মগ্রন্থ কেন সাম্যবাদ প্রচার করে না, তার কারণ এই যে, সমাজের উচ্চস্তরের মানুষের স্বার্থ রক্ষার জন্যই ধর্মগ্রন্থের সৃষ্টি। কয়েকজনের সুবিধার জন্য অধিকাংশ মানুষ স্বেচ্ছায় নিজের প্রাপ্যটুকু থেকে বঞ্চিত থাকার যে প্রেরণা পাবে, যে শাস্ত্র এমন প্রচার করতে পারে তারই নাম ধর্মগ্রন্থ।”
— শিবরাম চক্রবর্তী
উক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
শিবরাম চক্রবর্তী (১৩ ডিসেম্বর ১৯০৩ – ২৮ আগস্ট ১৯৮০) ছিলেন একজন ভারতীয় বাঙালি রম্যলেখক। কবিতা-রচনা দিয়ে তাঁর সাহিত্য-জীবনের শুরু।[২] প্রথম কবিতা বেরোয় ভারতী পত্রিকায়। প্রথম প্রকাশিত বই দুটিও — 'মানুষ' ও 'চুম্বন' — কবিতার। দুটিই প্রকাশিত হয় ১৯২৯ সালে। তারপর অজস্র লেখা লিখেছেন। প্রবন্ধ, নাটক এবং তুলনাহীন অজস্র হাসির গল্প। লিখেছেন ঈশ্বর পৃথিবী ভালবাসা ও ভালবাসা পৃথিবী ঈশ্বর নামের অনন্য স্মৃতিকথামূূলক দূটি বই। প্রবন্ধের বই: মস্কো বনাম পন্ডিচেরি ও ফানুস ফাটাই। নাটকের গ্রন্থ: যখন তারা কথা বলবে। বিচিত্র জীবন ছিল তার। তিনি রাজনীতি করেছেন, জেল খেটেছেন, রাস্তায় কাগজ ফেরি করেছেন, ফুটপাথে রাত্রিবাস করেছেন, সাংবাদিকতা করেছেন, আজীবন মেস-জীবন যাপন করেছেন।
শিবরাম চক্রবর্তী (মস্কো বনাম পন্ডিচেরি)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন