বুদ্ধদেব ভট্টাচার্যের সম্পর্কে আব্দুর রাজ্জাক মোল্লার মন্তব্য
বুদ্ধদেব ভট্টাচার্যের সম্পর্কে আব্দুর রাজ্জাক মোল্লার মন্তব্য :
“হেলে ধরতে পারে না, কেউটে ধরতে গিয়েছে।”
— আব্দুর রেজ্জাক মোল্লা
উক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
আব্দুর রাজ্জাক মোল্লা। যিনি ‘চাষার বেটা’ নামে বাংলার রাজনীতিতে পরিচিতি পেয়েছেন। যদিও এই পরিচিতি তার নিজের আরোপিত, এবং জনমানসে তা প্রতিষ্ঠিত।
১৯৭২ সালে পশ্চিমবঙ্গের ভাঙ্গড় বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রথমবার বিধায়ক হন। প্রায় পঞ্চাশ বছর তিনি টানা বিধায়ক ছিলেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা ছিল একটি বিরল রেকর্ড। পরবর্তী সময়ে ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক হিসাবে কাজ করেছেন বহু বছর। জীবনের শেষ ঘটে তিনি ভাঙ্গড় থেকেই পুনরায় ভোটে দাঁড়িয়ে ছিলেন।
বামফ্রন্টের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মন্ত্রিসভার ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এর মত গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলেছেন পূর্ণ মন্ত্রী হিসেবে। বাংলায় বামফ্রন্টের ভূমি সংস্কার নীতি কার্যকর করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর সঙ্গে তাঁর মতপার্থক্য তৈরি হয়। মূলত শিল্পনীতি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই মতপার্থক্য চূড়ান্ত রূপ পায়। ২০১১ সালে বিধানসভা ভোটে সিপিএমের শোচনীয় পরাজয়ের সময়ও তিনি জয়লাভ করেছিলেন। বামফ্রন্ট তথা সিপিএমের এই পরাজয়ের সূত্রেই তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্পনীতির সমালোচনা করেন। ফলে সিপিএমের অন্দরমহলে তুমুল বিতর্ক তৈরি হয়। মূলত, এই সময় তৎকালীন শিল্পমন্ত্রী নিরুপম সেনের শিল্পনীতি এবং বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে বামফ্রন্ট সরকারের জমি অধিগ্রহণ নীতির কারণেই সিপিএমের এই পরাজয় হয়েছে বলে তিনি মত প্রকাশ করেছিলেন। এক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্যের অদূরদর্শিতা কে দায়ী করেই তিনি মন্তব্য করেছিলেন, “হেলে ধরতে পারে না, কেউটে ধরতে গিয়েছে।” হেলে একটি বিষহীন সাপ, যাকে সহজে কব্জা করা যায় এবং কেউটে বিষধর, যাকে কব্জা করা অত্যন্ত কঠিন কাজ।
আসলে কৃষি জমিকে বাঁচিয়ে শিল্পের জন্য জমি অধিগ্রহণ করা, প্রচন্ড বিষধর কেউটে ধারার মত, কঠিন কাজ ছিল। বিশেষত কৃষিপ্রধান পশ্চিমবঙ্গের অর্থনীতির কথা মাথায় রাখলে এটা স্পষ্টই বোঝা যায়। আব্দুর রাজ্জাক মোল্লার মতে, এই কাজ করতে মুখ্যমন্ত্রী ব্যর্থ হয়েছিলেন। তিনি বারবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন বলে তাঁর দাবি। ভূমি ও ভূমি রাজস্ব মন্ত্রী হিসাবে আব্দুল রাজ্জাক মোল্লা নিজের দীর্ঘ অভিজ্ঞতাকে সামনে রেখে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে কটাক্ষ করে এই মন্তব্য করেছিলেন।
-----------xx-----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন