ভ্রাতৃত্ববোধ সম্পর্কে হরিচাঁদ ঠাকুরের উক্তি
ভ্রাতৃত্ববোধ সম্পর্কে হরিচাঁদ ঠাকুরের উক্তি :
“কেহই মোর নয়তো পর, সবাই আমার আপন।
সকলেরই ভালবাসি আপন ভাইয়ের মতন।।”
— হরিচাঁদ ঠাকুর।
উক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
‘পরম পুরুষ হরিচাঁদ ঠাকুর (দ্বিতীয় খন্ড)
শৈশব ও বাল্যলীলা’
— আচার্য দেবেন্দ্র লাল বিশ্বাস ঠাকুর
প্রকাশক : মৃণাল কান্তি হালদার,
হরিচাঁদ মিশন,
এ/৩৫, রবীন্দ্রপল্লী বাঘা যতীন
কলকাতা ৭০০০৮৬
শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের শৈশব ও বাল্যলীলার যে অংশ শ্রীশ্রী হরিলীলামৃত গ্রন্থে অপ্রকাশিত ও অলিখিত ছিল সেই অসম্পূর্ণ অংশের পরিপূরক হিসেবে এই গ্রন্থ রচিত হয়। এই গ্রন্থের ৭১ পাতায় লিখিত বিবরণীর মধ্যে এই বাণী লিপিবদ্ধ আছে। এই গ্রন্থের লেখক আচার্য দেবেন্দ্র লাল বিশ্বাস ঠাকুর লিখেছেন —
আর একদিন রাখালেরা গোল্লাছুট খেলছে হরি রাজ বসে খেলা দেখছেন। একজন রাখাল দৌড়োবার সময় একটি মরা শমুখে তার পা কেটে রক্ত ঝরছে প্রচন্ডভাবে। সেই বসে পড়ল। কাটা জায়গাতে টিপে ধরছে। কিন্তু টিপ ছেড়ে দিলেই রক্ত পড়ছে। সকলে ভাবছে কিভাবে রক্ত পড়া বন্ধ করা যায়। আহত রাখাল ব্যথায় চিৎকার করছে। অবস্থা বেসামাল দেখে একজন রাখাল রাজাকে জানালো। হরি রাজা এলেন এবং তার ক্ষতস্থানে বাঁ পায়ে চেপে ধরতে রক্তপাত বন্ধ হয়ে গেল। ব্যথাও সেরে গেল। অধিকাংশ সকালে তাকিয়ে দেখল পায়ের কাটা চিহ্নটি ও আর নেই। যে ছেলেটির পা কেটে গিয়েছিল সে বলল, আমার পা কেটেছিল তা যেন মনেই হয় না।
একটার পর একটা এসব আশ্চর্য দেখে সকলে নির্বাক হয়ে হরির দিকে তাকায়। আর তাদের ইচ্ছা করে রাখাল রাজাকে জড়িয়ে ধরে চুম্বন দিতে। আহত রাখাল ছেলেটি এতই অভিভূত হয়ে পরল যে, সে হরির পায়ে পড়ে প্রণাম করে বলল —রাজা ভাই থাকতে আমাদের আর চিন্তার নেই রে। অন্যেরা বলে উঠলো হ্যাঁ হ্যাঁ, আমাদের আর কোন ভয় নেই।
হাডুডু খেলতে গেলে প্রতিপক্ষের খেলোয়াড়দের ছুঁয়ে আসতে হয় দম ধরে; দম ফুরিয়ে গেলে ফিরে আসতে হয় দাগের এপাশে। এবং এই দমের প্রমাণের জন্য মুখে হাডুডু উচ্চারণ করতে হয়। হরিচাঁদ কখনো ডুডুডু এসব বলতেন না। তিনি বলতেন এক শ্বাসে ছন্দবদ্ধ ছড়া। রাখালদের সঙ্গে হাডুডু খেলতে গিয়ে তিনি এমনই একটি ছন্দবদ্ধ ছাড়ায় উপরের কথাগুলি বলেছিলেন।
পূর্ণাঙ্গ ছড়াটি এরকম :
“রাখাল রাজা নয় তো শুধু সারা বিশ্বের রাজা।
অপরাধ করে যারা তাদের দেই সাজা।।
কেহই মোর নয়তো পর সবাই আমার আপন।
সকলেরই ভালোবাসি আপন ভাইয়ের মতন।।
নিখিল বিশ্ব জুড়ে আমি সদায় খেলা করি।
সকলকেই হরণ করি নাম তাইতো হরি।।
খেলিতাম বৃন্দাবনে রাখাল শাখার সনে।
তোরা সবাই ভুলে গেলি কিছুই নাই মনে।।
আমি কিন্তু সেই কথাটি মোটেই ভুলি নাই।
হাডুডুডু খেলতে এসে ছুঁয়ে ছুঁয়ে যাই।।”
-----------xx-----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন