ধর্ম সম্পর্কে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মন্তব্য
ধর্ম সম্পর্কে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মন্তব্য :
“ধর্ম আমাদের সহনশীল হতে শেখায়, ক্ষমাশীল হওয়ার শিক্ষা দেয়। একটা কদর্য ঘটনাকে আরো কদর্য ঘটনা দিয়ে জয় করা যায় না। সেটা বুঝতে শিখুন।”
— শীর্ষেন্দু মুখোপাধ্যায়
উক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটি উৎস ও প্রসঙ্গ জানুন :
Shirshendu Mukherjee's comments on Religion
Shirshendu-Mukherjees-comments-on-Religion
কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের উপরে জঙ্গি হানায় দেশের মানুষ যারপরনাই বেদনাহত ও ক্ষুব্ধ। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে কিছু মানুষ ঘৃণা ছড়াতে শুরু করেছে। এই ঘৃণা হিন্দু মুসলমানের বাইনারি ছাড়িয়ে ‘সেকু মাকু লিবারাল’তে পৌঁছে গেছে।
‘সেকু’ এখানে সেক্যুলারিজম অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা। ‘মাকু’ বলতে মার্কসবাদকে বোঝানো হচ্ছে। আর ‘লিবারেল’ বলতে প্রগতিশীলদের বোঝানো হচ্ছে।
এই তিন মতবাদের বিশ্বাসী মানুষ বা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এই ‘হেট স্পিচ’ ছড়ানো হচ্ছে। তারা সম্ভবত এটা বোঝাতে চাইছে যে, এই মতবাদগুলোর উপস্থিতির কারণেই জঙ্গি সংগঠনগুলোকে আটকানো যাচ্ছে না। সংবিধানে সেক্যুলারিজম থাকার কারণে এবং এই মতবাদের বিশ্বাসী মানুষ ভারতে থাকার কারণে জঙ্গি আটকানোর কাজ কঠিন হয়ে পড়েছে।
মূলত এই ভাবনা থেকেই এই ‘হেট স্পিস’ ছড়ানো হচ্ছে বলে বিভিন্ন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ মনে করছেন। এবিষয়ে ‘এই সময় পত্রিকা’র সাংবাদিক জয় সাহা প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে প্রশ্ন করলে তিনি এই মন্তব্য করেছেন। তিনি বলেন, “ধর্ম আমাদের সহনশীল হতে শেখায়, ক্ষমাশীল হওয়ার শিক্ষা দেয়। একটা কদর্য ঘটনাকে আরও কদর্য ঘটনা দিয়ে জয় করা যায় না। সেটা বুঝতে শিখুন।”
এই মন্তব্যটি প্রকাশিত হয়েছে ২৬ এপ্রিল ২০২৫ সালে কলকাতা সংস্করণে।
------xx------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন