ধর্ম সম্পর্কে বিপ্লবী গণেশ ঘোষের মন্তব্য
ধর্ম সম্পর্কে বিপ্লবী গণেশ ঘোষের মন্তব্য
![]() |
ধর্ম সম্পর্কে বিপ্লবী গণেশ ঘোষের মন্তব্য |
“ধর্মে বিশ্বাস করা কাপুরুষের লক্ষণ, নিজের উপর বিশ্বাসের অভাবের লক্ষণ।”
— বিপ্লবী গণেশ ঘোষ
উক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
REMINISCENCES
by KALPANA DUTT
People's Publishing House
BOMBAY
Page: 35
গণেশ ঘোষ ছিলেন ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’র ফিল্ড মার্শাল। চট্টগ্রাম যুব বিদ্রোহের সময় তিনি এই পদে ছিলেন। কুসংস্কার মুক্ত, ধর্মনিরপেক্ষ এবং যুক্তিবাদী মানুষ। যখন ভারতের জাতীয় মুক্তি সংগ্রামে সশস্ত্র ধারার বিপ্লবীদের একাংশের মধ্যে ধর্ম, কুসংস্কার, হিন্দুত্ব, মুসলমানদের ভূমিকা স্বাধীন দেশের চরিত্র সম্পর্কে মতপার্থক্য বিদ্যমান, তখন সূর্যসেন ছিলেন অসম্ভব আত্মবিশ্বাসী এবং ধর্মীয় কুসংস্কার মুক্ত।
বিপ্লবী গনেশ ঘোষের এই মানসিকতার কথা জানা যায় বিপ্লবী কল্পনা দত্তের লেখায়। বিপ্লবী কল্পনা দত্তের লেখা গ্রন্থের নাম ‘চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানের স্মৃতি’। এই বইটি ইংরেজিতেও ‘Chittagong Armoury Raiders: Reminiscences’ নামে প্রকাশিত হয়েছে। এছাড়াও, তার লেখা ‘চট্টগ্রাম অভ্যুত্থান’ নামের একটি গ্রন্থও ভারত সরকারের উদ্যোগে প্রকাশিত হয়েছিল, বলে জানা যায়।
তিনি গণেশ ঘোষ সম্পর্কে বলতে গিয়ে, বিশেষ করে তাঁর ধর্ম বিশ্বাস ব্যাখ্যা করতে গিয়ে তিনি গণেশ ঘোষের উপরোক্ত মন্তব্যটি উদ্ধৃত করেছিলেন।
তিনি তার লেখায় বিষয়টিকে এভাবে উল্লেখ করেছেন : “অসম্ভব ছিল তার আত্মবিশ্বাস। তিনি বলতেন, ‘ধর্মে বিশ্বাস করা কাপুরুষের লক্ষণ, নিজের উপর বিশ্বাসের অভাবের লক্ষণ। পুরুষকার, আদর্শনিষ্ঠা, আত্মবিশ্বাস —এ সবই সাফল্যের পথে নিয়ে যায়।”
বিপ্লবী গনেশ ঘোষের এই মনোভাব বিপ্লবী সংগঠনের বিভিন্ন কার্যকলাপের উপর প্রভাব ফেলেছিল। ১৯৩০ সালের ১৮ই এপ্রিল চট্টগ্রামের এক গোপন ডেরায় বৈঠক চলছিল। বৈঠকের আলোচ্য বিষয় ছিল কল্পনা দত্তকে চট্টগ্রাম থেকে কলকাতায় পাঠানো হবে বিশেষ কাজের জন্য। কিন্তু কবে কল্পনা দত্ত রওনা হবে এ বিষয়ে বিপ্লবী অনন্ত সিংহের সঙ্গে গণেশ ঘোষের মতপার্থক্য দেখা দেয়। অনন্ত সিং দাবি করেন শুক্রবার হল শুভ দিন তাই কল্পনা দত্ত শুক্রবারেই রওনা দিক।
অন্যদিকে বিপ্লবী গণেশ ঘোষের দাবি হল শুভ দিন। এ প্রসঙ্গে কল্পনা দত্ত তার গ্রন্থে লিখেছেন, “গণেশ দা বললেন, একদিনও দেরি করা উচিত নয়। শুক্রবার হলে বেশি দেরি হয়ে যাবে, বৃহস্পতিবারই চলে যাক। প্রতিটি দিনই সফলতা পূর্ণ করে তুলব।”
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন