ধর্ম ও যুক্তি-তর্ক - স্মৃতিশাস্ত্রকার বৃহস্পতি
শুধুমাত্র প্রথাগত শাস্ত্রের বিধান দিয়ে ধর্মের নির্ণয় করা একেবারেই ঠিক হবে না। সেখানে যদি যুক্তিতর্ক না থাকে এবং শুধু থাকে যুক্তিহীন শাস্ত্রবাণীর বোঝা, তাহলে ধর্ম তো হয় না, বরং ধর্ম হানি হয় - যুক্তিহীনে বিচারে তু ধর্মহানি: প্রজায়তে।
--- স্মৃতিশাস্ত্রকার বৃহস্পতি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন