ভূদেব ও বঙ্কিমচন্দ্র প্রসঙ্গে প্রফুল্ল চন্দ্র রায়
ভূদেব ও বঙ্কিমচন্দ্র প্রসঙ্গে প্রফুল্ল চন্দ্র রায়
![]() |
| ভূদেব ও বঙ্কিমচন্দ্র প্রসঙ্গে প্রফুল্ল চন্দ্র রায় |
"কোন জাতির গৌরব ও মহত্ব নিরুপন করিতে হইলে কি কি উপাদানে এই মহত্ত্ব গঠিত সর্বাগ্রে তাহারি পর্যালোচনা করিতে হইবে। ভূদেব ও বঙ্কিমচন্দ্রের লিখিত অভিমত-এর উপর নির্ভর করিয়া যাহারা বাঙালির, এমনকি হিন্দু জাতির অতীত গৌরব করিয়া থাকেন, তাহারা অজ্ঞাতসারে ভ্রান্ত অভিমত পোষণ করেন মাত্র।"
--- আচার্য প্রফুল্ল চন্দ্র রায়

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন