সন্ন্যাসীর জন্ম - স্বামী বিবেকানন্দ
সন্ন্যাসীর জন্ম প্রসঙ্গে - স্বামী বিবেকানন্দ
“বহুজনহিতায় বহুজনসুখায় সন্ন্যাসীর জন্ম। ...... পরের জন্য প্রাণ দিতে, জীবের গগনভেদী ক্রন্দন নিবারণ করতে, বিধবার অশ্রু মুছাতে, পুত্র বিয়োগ বিধবার প্রাণে শান্তি দান করতে, অজ্ঞ ইতরসাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে...... সকলের ঐচ্ছিক ও পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানালোক দিয়ে সকলের মধ্যে প্রসুপ্ত ব্রম্ভসিংহকে জাগরিত করতে জগতে সন্ন্যাসীর জন্ম হয়েছে।”
----- স্বামী বিবেকানন্দ, সবার স্বামীজী, পৃষ্ঠা - ৭
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন