ধর্ম ও কর্মের সম্পর্ক সম্পর্কে আলী হোসেনের উক্তি
ধর্ম ও কর্মের সম্পর্ক বিষয়ে আলী হোসেনের উক্তি
ধর্মকে কর্মের সঙ্গে গুলিয়ে ফেলবেন না।ধর্মের অনুশীলন ক্ষেত্র নিজের নিভৃত কক্ষ। বিশ্বাসের
ডানায় ভর করা এক স্বপ্ন-রাজ্যের চারণক্ষেত্র।
আর কর্মের অনুশীলন ক্ষেত্র সমস্ত জগৎ জুড়ে।
এ জগৎ সেই জগৎ, যা যুক্তির নিয়মে চলে,
বুদ্ধির নিয়মে বলে, আর বিজ্ঞানের আলোকে আলোকিত হয়।
— আলী হোসেন,লেখক ও সাহিত্যকর্মী,পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ এর আজীবন সদস্য
উৎস জানতে এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন