হিন্দু-মুসলমানের স্বার্থ পরস্পরের পরিপন্থী নয়, অভিন্ন - সুভাষচন্দ্র বসু।
হিন্দু-মুসলমানের স্বার্থ পরস্পরের পরিপন্থী, এ কথা যাঁরা বলেন, তাঁরা খাঁটি কথা বলেন না। খাদ্যাভাব, বেকারিত্ব, জাতীয় শিল্পের অবক্ষয়, মৃত্যুর হার বৃদ্ধি, স্বাস্থ্যহীনতা, শিক্ষার অভাব এগুলিই মূল সমস্যা। এ সকল বিষয়ে হিন্দু-মুসলমানের স্বার্থ অভিন্ন।
---- নেতাজি সুভাষ চন্দ্র বসু, সুভাষ রচনাবলি, চতুর্থ খণ্ড, আনন্দ পাবলিশার্স
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন