ভারতীয়দের বিজ্ঞান চেতনা সম্পর্কে আচার্য প্রফুল্লচন্দ্র রায়
ভারতের শিক্ষিত মানুষ সম্পর্কে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
![]() |
ভারতীয়দের বিজ্ঞান চেতনা সম্পর্কে আচার্য প্রফুল্লচন্দ্র রায় |
বিজ্ঞান চেতনা সম্পর্কে ভারতীয়দের মনোভাব বিষয়ে বৈজ্ঞানিক আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বক্তব্য :
Acharya Prafullachandra Roy on the scientific consciousness of Indians
“আমি ক্লাসে এত করিয়া ছাত্রদের পড়াইলাম, যে পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়িয়া চন্দ্রগ্রহণ হয়। তাহারা তা পড়িল, লিখিল, নম্বর পাইল, পাস করিল। কিন্তু মজার ব্যাপার হইল, যখন আবার সত্যি সত্যি চন্দ্রগ্রহণ হইল, তখন চন্দ্রকে রাহু গ্রাস করিয়াছে বলিয়া তাহারা ঢোল, করতাল, শঙ্খ লইয়া রাস্তায় বাহির হইয়া পড়িল। ইহা এক আশ্চর্য ভারতবর্ষ।”
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন