ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর
ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর
Rabindranath Tagore's statement about God
ঈশ্বর যদি থাকেন তবে আমার বুদ্ধি তাঁরই দেওয়া ;
সেই বুদ্ধি বলিতেছে যে, ঈশ্বর নাই ;
অতএব ঈশ্বর বলিতেছেন যে, ঈশ্বর নাই ;
অথচ, তোমরা তাঁর মুখের উপর জবাব দিয়া বলিতেছ যে, ঈশ্বর আছেন । এই পাপের শাস্তিস্বরূপে তেত্রিশ কোটি দেবতা তোমাদের দুই কান ধরিয়া জরিমানা আদায় করিতেছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন