অংক সম্পর্কে ম্যালকম এক্স
অংক সম্পর্কে ম্যালকম এক্স
Malcolm X on Mathematics
খারাপ লাগলেও বলতে হয় যে, আমার সবচেয়ে অপছন্দের বিষয় অংক। সম্ভবত এর কারণ হল, অংক তর্কের কোনো অবকাশ রাখে না। ভুল করলে সেটাই সব।
ম্যালকম এক্স (১৯শে মে, ১৯২৫ – ২১শে ফেব্রুয়ারি, ১৯৬৫) ছিলেন একজন আফ্রিকান-মার্কিন মুসলিম রাজনীতিবিদ ও ধর্মীয় নেতা, যিনি যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের মানবাধিকার আদায়ের আন্দোলনে অন্যতম অংশগ্রহণকারী ছিলেন। জন্মের পর তার নাম হয় ম্যালকম লিট্ল এবং ইসলামে ধর্মান্তরিত হলে তার নতুন নামকরণ হয় ম্যালকম এক্স। তিনি আল-হাজ্জ মালিক আল-শাব্বাজ নামেও পরিচিত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন