গণতন্ত্র সম্পর্কে বব ডিলানের উক্তি
গণতন্ত্র সম্পর্কে বব ডিলানের উক্তি
গণতন্ত্র সম্পর্কে বব ডিলানের উক্তি : ছবি - ২০১০ |
“মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত যে, গণতন্ত্র দুনিয়া চালায় না। দুনিয়া চলে হিংসায়। তবে সেটা না বলাই ভালো।”
— বব ডিলান। ১৬/১১/২০১১
বব ডিলান। প্রকৃত নাম রবার্ট অ্যালেন জিমারম্যান। জন্ম মে ২৪, ১৯৪১, আমেরিকা যুক্তরাষ্ট্রের মিনিসোটা অঙ্গরাজ্যের ডুলুথ শহরে। তার বর্তমান বয়স ৮৩ বছর।
তিনি একাধারে একজন সুবিখ্যাত গায়ক, গীতিকার, সুরকার, ডিস্ক জকি। একই সঙ্গে একজন কবি, লেখক ও চিত্রকর। ১৯৬০-এর দশক থেকে পাঁচ দশকেরও অধিক সময় ধরে জনপ্রিয় ধারার মার্কিন সঙ্গীতের অন্যতম প্রধান পুরুষ হিসেবে প্রতিষ্ঠিত আছেন।
বব ডিলানের শ্রেষ্ঠ কাজের মধ্যে অনেকগুলো ১৯৬০ দশকে রচিত হয়েছে। এসময় তিনি আমেরিকান অস্থিরতার প্রতীক হিসাবে বিবেচিত হতেন। তার কিছু গান, যেমন "Blowin' in the Wind" and "The Times They Are a-Changin' যুদ্ধবিরোধী জাতীয় সঙ্গীত হিসেবে জনপ্রিয়তা পেয়েছে।
১৯৫৫-১৯৬৮ সালের আমেরিকান নাগরিক অধিকার আন্দোলনের প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে। তাঁর সর্বশেষ অ্যালবাম, Christmas In The Heart ২০০৯ মুক্তি পেয়েছে। রোলিং স্টোন ম্যাগাজিন একে পরবর্তীকালে বর্ষসেরা অ্যালবাম হিসেবে সম্মানিত করেছে। ২০১৬ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর সুইডিশ একাডেমী তাকে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণা করে। তিনি পৃথিবীর প্রথম গীতিকার যিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। অদ্যাবধি তার বিক্রিত রেকর্ডের সংখ্যা ১০ কোটিরও বেশি।
বাঙালির কাছে মনে রাখার মত বিষয় হল তিনি ১৯৭১ সালে ১লা আগস্ট জর্জ হ্যারিসন কর্তৃক আয়োজিত দ্যা কনসার্ট ফর বাংলাদেশ এ সংগীত পরিবেশন করেন।
-----------xx----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন