জ্ঞান সম্পর্কে উপনিষদের বাণী
জ্ঞান সম্পর্কে উপনিষদের বাণী
“জ্ঞানই বিস্ময়-রাজ্যের দ্বার খুলিয়া দেয়, জ্ঞানই পশুকে দেবতা করে; যে জ্ঞান আমাদিগকে সেই বস্তুর নিকট লইয়া যায়, যাহাকে জানিলে আর সকলই জানা হয় ২ , যাহা সকলের জ্ঞানের কেন্দ্রস্বরূপ, যাহার স্পন্দনে সকল বিজ্ঞান জীবন্ত হইয়া উঠে-সেই ধর্মবিজ্ঞান নিশ্চয়ই শ্রেষ্ঠ, কারণ উহাই কেবল মানুষকে সম্পূর্ণ ধ্যানময় জীবনযাপনে সমর্থ করে। ধন্য সেই দেশ ইহাকে 'পরাবিদ্যা' নামে অভিহিত করিয়াছে !”
— ২ মুন্ডকোপনিষদ্, ১।১।৩
উৎস :স্বামীজীর বাণী ও রচনা, অষ্টম খন্ড
— পাওহারী বাবা : মাদ্রাজ হইতে প্রকাশিত ইংরেজী 'ব্রহ্মবাদিন' পত্রিকার জন্য লিখিত-১৮৯৯ )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন