জমির অধিকার সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
জমির অধিকার সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
“যখন মাটির উপরে আমাদের দাবি সামান্য ছিল, যখন অল্প ফসল পাইলেই আমাদের পক্ষে যথেষ্ট হইত, তখনো যে নিয়মে চাষবাস চলিত, এখনো সেই নিয়মেই চলিতেছে।”
— রবীন্দ্রনাথ ঠাকুর
উক্তিটির উৎস ও প্রসঙ্গ :
রবীন্দ্র রচনা সমগ্র,
প্রবন্ধ সংকলন ‘পল্লীপ্রকৃতি’,
প্রবন্ধ ‘ভূমিলক্ষী’ :
---------------
চাষীর এই মত পাল্টানোর কারণ অনুসন্ধান করতে গিয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন ‘ভূমিলক্ষী’ নামে একটি প্রবন্ধ যা ‘পল্লীপ্রকৃতি’ নামে প্রবন্ধ সংকলনে অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রবন্ধে তিনি ব্যাখ্যা করেছিলেন কেন জমিতে চাষ করে কৃষকের সারা বছরের খরচ উঠছে না। সেই সব কারণগুলোর অন্যতম একটি হল, কৃষি কাজের পুরনো পদ্ধতি অনুসরণ করা। উপরের উদ্ধৃতিতে সেই কারণ- এর উল্লেখ রয়েছে। ভূমি লক্ষী প্রবন্ধে তিনি লিখেছেন,
“এ প্রশ্নের উত্তর (চাষ করে ‘অভাব স্বচ্ছন্দে না মেটার’ কারণ) এই যে, যখন মাটির উপরে আমাদের দাবি সামান্য ছিল, যখন অল্প ফসল পাইলেই আমাদের পক্ষে যথেষ্ট হইত, তখনো যে নিয়মে চাষবাস চলিত এখনো সেই নিয়মেই চলিতেছে— প্রয়োজন অনেক বেশি হইয়াছে, অথচ প্রণালী সমানই আছে। জমি যখন বিস্তর পড়িয়া থাকিত তখন একই জমিতে প্রতি বৎসরে চাষ দিবার দরকার ছিল না, জমি বদল করিয়া জমির তেজ অক্ষুণ্ন রাখা সহজ ছিল। এখন কোনো জমি পড়িয়া থাকিতে পায় না। অথচ চাষের প্রণালী যেমন ছিল তেমনই আছে।”
--------xx-------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন