জমির দাম নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
জমির দাম নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
জমির দাম নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি |
“একদিন যে জমি চাষীকে গছাইয়া দিলে সে সেটাকে অত্যাচার মনে করিত, এখন সেই জমি দাম দিয়া মেলে না।”
— রবীন্দ্রনাথ ঠাকুর
উক্তিটির উৎস এবং প্রসঙ্গ জানুন :
উৎস :
রবীন্দ্র রচনা সমগ্র,
প্রবন্ধ সংকলন — ‘পল্লীপ্রকৃতি’,
প্রবন্ধ — ‘ভূমিলক্ষী’ :
এক সময় ছিল, কৃষক জমির মালিক হতে চাইত না। আর এখন টাকা দিয়েও জমি পাওয়া যায় না। জমি থেকে যে আয় হয় তাতে সংসারের খরচ মেটে না।
এর কারণ অনুসন্ধান করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, “কিন্তু আসল কথা, একদিন এমন ছিল যখন খাদ্য যেখানে উৎপন্ন হইত সেইখানকার প্রয়োজনেই তাহার খরচ হইত। তখন দেশে রেলের রাস্তা খোলে নাই। গোরুর গাড়ি এবং নৌকার যোগে বেশি পরিমাণ ফসল বেশি দূরে সহজে যাইতে পারিত না। তার পরে পৃথিবীর দেশ-বিদেশের সঙ্গে আমাদের বাণিজ্যের সম্বন্ধ এমন বহুবিস্তৃত ছিল না, সুতরাং তখন মালচোলানের পথও ছিল সংকীর্ণ, মাল কিনিবার লোকও ছিল অল্প। তাই মাটির কাছে আমাদের দাবি বেশি ছিল না, আর সেই দাবি মিটাইবার আয়োজনও সহজ ছিল। তখন চাষ চলিত না এমন বিস্তর জমি দেশে পড়িয়া থাকিত। আমারই বয়সে দেখিয়াছি— একদিন যে জমি চাষীকে গছাইয়া দিলে সে সেটাকে অত্যাচার মনে করিত, এখন সেই জমি দাম দিয়া মেলে না। তখন দুর্ভিক্ষের দিনে চাষী আপন জমিজমা ফেলিয়া অনায়াসে চলিয়া যাইত, প্রজা পত্তন করা কঠিন হইত। এখন চাষী প্রাণপণে জমি আঁকড়িয়া থাকে, কেননা জমির দাম বিস্তর বাড়িয়া গিয়াছে।
এই উদ্ধৃতির প্রসঙ্গ বিস্তারিতভাবে জানতে এখানে ক্লিক করুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন