শ্রমিক শ্রেণি সম্পর্কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উক্তি
‘শ্রমিক শ্রেণি’ সম্পর্কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উক্তি
"শ্রমিক শ্রেণির অবস্থা সাধারণত এতটাই নিচু স্তরে যে, সন্তানদের শিক্ষার জন্য খরচ করা তাঁদের সাধ্যে কুলোয় না।...এই অবস্থায় এমন প্রত্যাশা করা খুবই বেশি যে, কেবল জ্ঞানার্জনের জন্য তাঁরা তাঁদের সন্তানদের লেখাপড়া শেখাবেন, যেখানে এমনকি উচ্চতর শ্রেণিগুলি এখনও পর্যন্ত শিক্ষার সুফল ঠিকমতো বোঝে না।”
— ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২৯ সেপ্টেম্বর ১৮৫৯,
উক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস এবং প্রসঙ্গ জানুন :
উৎস:
ইন্দ্র মিত্র,
'করুণাসাগর বিদ্যাসাগর',
পৃষ্ঠা: ৬৮৬
প্রসঙ্গ :
২৯ সেপ্টেম্বর ১৮৫৯, বাংলা সরকারের কনিষ্ঠ সচিব রিভার টমসনকে লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চিঠির অংশ :
"শ্রমিক শ্রেণির অবস্থা সাধারণত এতটাই নিচু স্তরে যে, সন্তানদের শিক্ষার জন্য খরচ করা তাঁদের সাধ্যে কুলোয় না। তাঁদের ছেলেরা একটু বড়ো হলে যখন যে কোনও ধরণের কাজ করে যৎসামান্য উপার্জন করার উপযুক্ত হয়, তখন তাঁরা আর তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারেন না। তাঁরা ভাবেন সম্ভবত এ ভাবনা যথার্থ – যে ছেলেদের সামান্য কিছু লেখাপড়া শেখালেই তাঁদের অবস্থার উন্নতি হবে না, তাই ছেলেদের পাঠশালায় পাঠাতে তাঁদের প্রবৃত্তি থাকে না। এই অবস্থায় এমন প্রত্যাশা করা খুবই বেশি যে কেবল জ্ঞানার্জনের জন্য তাঁরা তাঁদের সন্তানদের লেখাপড়া শেখাবেন যেখানে এমনকি উচ্চতর শ্রেণিগুলি এখনও পর্যন্ত শিক্ষার সুফল ঠিকমতো বোঝে না।”
--------xx-------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন