সংস্কৃত ভাষা সম্পর্কে স্যার উইলিয়াম জোন্স এর উক্তি
সংস্কৃত ভাষা সম্পর্কে স্যার উইলিয়াম জোন্স এর উক্তি
“যতই প্রাচীন হোক না কেন সংস্কৃত ভাষার গঠন অতি সুন্দর; গ্রীক ভাষার তুলনায় নিখুঁত, ল্যাটিন ভাষা অপেক্ষা প্রাচুর্যময় এবং এই দুই ভাষার যে কোনটির তুলনায় অতীব পরিশীলিত।”
— স্যার উইলিয়াম জোন্স
উক্তিটির উৎস এবং প্রসঙ্গ জানুন :
উৎস :
গ্রন্থ : “ভারত বর্ষ : ঐতিহাসিক সূচনা ও আর্য ধারণা।”
প্রবন্ধ : “আর্য উৎপত্তি : ভাষাতাত্ত্বিক যুক্তিতর্কের সংক্ষিপ্ত ইতিহাস।
লেখক : মাধব এম দেশপান্ডে।
প্রকাশক : ন্যাশনাল বুক ট্রাস্ট, ইন্ডিয়া।
প্রসঙ্গ :
১৭৮৬ খ্রিস্টাব্দে ২ ফেব্রুয়ারি কলকাতার ‘এশিয়াটিক সোসাইটি’(বর্তমান নাম : দ্য এশিয়াটিক সোসাইটি)-এর তৃতীয় বার্ষিক সভার ভাষণে, সংস্কৃত ও ল্যাটিন ভাষার মধ্যে স্বাভাবিক বন্ধন-এর কথা সর্বপ্রথম জনসমক্ষে তুলে ধরতে গিয়ে স্যার উইলিয়াম জোন্স উদ্ধৃতিটি করেছিলেন।
--------xx-------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন