নিজের রাজনীতি সম্পর্কে মনমোহন সিং এর উক্তি
নিজের রাজনীতি সম্পর্কে মনমোহন সিং এর উক্তি :
নিজের রাজনীতি সম্পর্কে মনমোহন সিং এর উক্তি |
“প্রণব মুখোপাধ্যায় হলেন পলিটিশিয়ান বাই চয়েস। আর আমি পলিটিশিয়ান বাই এক্সিডেন্ট। পিভি নরসিমা রাও আমাকে বারবার না ডাকলে আমি রাজনীতিতে আসতাম না।”
— মনমোহন সিং
উক্তিটি ইংরেজিতে পড়ুন
পেটের উৎস ও প্রসঙ্গ জানুন :
সাংবাদিক অরিন্দম বন্দ্যোপাধ্যায় ২৭শে ডিসেম্বর ২০২৪ সালের এই সময় পত্রিকার রিপোর্টে লিখছেন, ‘প্রণব বাবু কোনদিন এ বিষয়ে প্রকাশ্যে কোন মন্তব্য করেননি। কিন্তু প্রধানমন্ত্রী হতে না পারায় প্রণব মুখোপাধ্যায়ের মনে কোথাও খুব দানা বেঁধে থাকতে পারে, সেটা আঁচ করেছিলেন মনমোহন। এই প্রসঙ্গটি উত্থাপন করে প্রকাশ্য সমাবেশেই প্রণব মুখোপাধ্যায়ের কাছে কার্যত দুঃখ প্রকাশ করে ফেলেছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। রাজধানী দিল্লির একটি প্রেক্ষাগৃহে ২০১৭ সালের ১৪ই অক্টোবর ভর সন্ধ্যায় ঘটেছিল সেই বিরল ঘটনা।’
ভিড়ে ঠাসা প্রেক্ষাগৃহে প্রণব মুখোপাধ্যায়ের লেখা বই প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি মনমোহন সিং সেদিন নিজের বক্তৃতায় এই কথাগুলি বলেছিলেন বলে সাংবাদিক অরিন্দম বন্দ্যোপাধ্যায় লিখেছেন। রিপোর্টে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উক্তি উদ্ধৃত করে লেখেন, ‘প্রণব মুখোপাধ্যায় হলেন পলিটিশিয়ান বাই চয়েস। আর আমি পলিটিশিয়ান বাই এক্সিডেন্ট। পিভি নরসিমা রাও আমাকে বারবার না ডাকলে আমি রাজনীতিতে আসতাম না।’
সাংবাদিক অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর পরদিন ২৭ ডিসেম্বর ২০২৪ সালের ‘এই সময়’ দৈনিক পত্রিকায়। প্রথম পাতায়।
--------xx-------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন