প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে মনমোহন সিং এর উক্তি
প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে মনমোহন সিং এর উক্তি :
প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে মনমোহন সিং এর উক্তি |
“আজ এ কথার স্বীকার করতে দ্বিধা করব না যে, প্রণবজির দক্ষতার জন্য ইউপিএ সরকার এত ভালোভাবে পরিচালিত হতে পেরেছে।”
— মনমোহন সিং
উক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
‘টাইমস অফ ইন্ডিয়া’র দৈনিক মুখপত্র ‘এই সময় পত্রিকা’র ২৭শে ডিসেম্বরের রিপোর্ট। রিপোর্টটি করেছেন সাংবাদিক অরিন্দম বন্দ্যোপাধ্যায়।
সাংবাদিক অরিন্দম বন্দ্যোপাধ্যায় লিখছেন, ‘প্রণব বাবু কোনদিন এ বিষয়ে প্রকাশ্যে কোন মন্তব্য করেননি। কিন্তু প্রধানমন্ত্রী হতে না পারায় প্রণব মুখোপাধ্যায়ের মনে কোথাও খুব দানা বেঁধে থাকতে পারে, সেটা আঁচ করেছিলেন মনমোহন। এই প্রসঙ্গটি উত্থাপন করে প্রকাশ্য সমাবেশেই প্রণব মুখোপাধ্যায়ের কাছে কার্যত দুঃখ প্রকাশ করে ফেলেছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। রাজধানী দিল্লির একটি প্রেক্ষাগৃহে ২০১৭ সালের ১৪ই অক্টোবর ভর সন্ধ্যায় ঘটেছিল সেই বিরল ঘটনা।’
সেদিন দিল্লিতে অকাল বর্ষণ চলছে। ভিজতে ভিজতে ভিড়ে ঠাসা প্রেক্ষাগৃহে পৌঁছে দেখেন, প্রণব মুখোপাধ্যায়ের লেখা বই প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি মনমোহন সিং। সেদিন নিজের বক্তৃতায় মনমোহন সিং এই কথাগুলি বলেছিলেন বলে সাংবাদিক অরিন্দম বন্দ্যোপাধ্যায় লিখেছেন। রিপোর্টে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উক্তি উদ্ধৃত করে লেখেন, ‘কেন্দ্রীয় মন্ত্রিসভায় যখনই কোন জটিল বিষয় নিয়ে আলোচনা হতো, তখন আমি প্রণব যে দারস্ত হতাম। প্রণব জিও সঙ্গে সঙ্গে আমার সব সমস্যার সমাধান করে দিতেন। আজ এ কথা স্বীকার করতে দ্বিধা করবো না যে, প্রণবজীর দক্ষতার জন্যেই ইউপিএ সরকার এত ভালোভাবে পরিচালিত হতে পেরেছে।’
সাংবাদিক অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর পরদিন ২৭ ডিসেম্বর ২০২৪ সালের ‘এই সময়’ দৈনিক পত্রিকায়। প্রথম পাতায়।
--------xx-------
Manmohan Singh quotes about Pranab Mukherjee, প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে মনমোহন সিং এর উক্তি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন