স্কুল বোর্ড সম্পর্কে মার্ক টোয়েনের উক্তি
স্কুল বোর্ড সম্পর্কে মার্ক টোয়েনের উক্তি :
স্কুল বোর্ড সম্পর্কে মার্ক টোয়েনের উক্তি |
“প্রথমে ঈশ্বর মূর্খদের তৈরি করলেন। সেটা ছিল প্র্যাকটিসের জন্য। তারপরে বানালেন স্কুল বোর্ডগুলি।”
— মার্ক টোয়েনউক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
—Mark Twain,
‘Following the Equator: A Journey Around the World’
মার্ক টোয়েন ছিলেন একজন প্রতিভাধর লেখক এবং আমেরিকান সাহিত্যের জনক। তিনি প্রাথমিক বিদ্যালয়ের বাইরে অতিরিক্ত কোন প্রতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না। ভারতীয় উপমহাদেশের বিশ্ববন্দিত কবি ও সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের নাম এ প্রসঙ্গে উঠে আসতে পারে। তিনিও সেভাবে কোন প্রতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হয়েও বিশ্ববন্দিত চিন্তাবিদ ও ভারতীয় আধুনিক সাহিত্যের বিভিন্ন ধারার পথিকৃৎ হয়ে উঠেছিলেন।
মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলতে গিয়ে তিনি তাঁর (মার্ক টোয়েন) উদ্ধৃতিতে তৎকালীন সময়ের মধ্যম শিক্ষাব্যবস্থার প্রতি নিন্দা প্রকাশ করেছেন। তিনি বিশ্বাস করতেন যে, স্কুল শিক্ষার সংগে প্রকৃত শিক্ষা ও জানা বোঝার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। তিনি আমাদেরকে অন্ধ বিশ্বাসের সাথে ‘বিদ্যালয় শিক্ষা’ ব্যবস্থা অনুসরণের বিপদ সম্পর্কে সতর্ক করেছেন। সতর্ক করতে গিয়েই তিনি এই মন্তব্যটি করেছিলেন তাঁর, ‘ফলোয়িং দা ইকুয়েটর : এ জার্নি অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড’ গ্রন্থে।
--------xx-------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন