ভক্ত ও ভক্তিভজন সম্পর্কে বেগম রোকেয়ার উক্তি
‘ভক্ত ও ভক্তিভজন’ সম্পর্কে বেগম রোকেয়ার উক্তি :
“ভক্তিভাজন ভক্তির উপযুক্ত নহেন; নরাকারে পিশাচ —এই আবিষ্কারে ভক্ত হৃদয়ে যে বজ্রাঘাত হয়, তাহা ভুক্তভোগী হতাশ ভক্ত ভিন্ন আর কে বুঝিবে? সেরূপ হতাশের বৃশ্চিকদংশন যে সশরীরে ভোগ করিয়াছে, সেই জানে সে জ্বালা কেমন তীব্র। স্বপ্নরাজ্যে কল্পিত লতাপত্র পুষ্পাবৃত পথে অন্ধ ভক্ত নিশ্চিন্তমনে চলিতেছিল, সহসা কে তাহাকে জাগ্রত করিয়া বলিয়া দিল, —ঐ কুসুমাবৃত স্থানে গভীর গর্ত আছে, আর এক পদ অগ্রসর হইলেই পতন অবশ্যম্ভাবী। হায়! সে জাগরণ কী কষ্টকর। জাগিবার পূর্বেই ভক্ত মরিল না কেন? হায় সত্য! এমন সত্য কে জানিতে চাহিয়াছিল? এ-সত্য জানিবার পূর্বে মৃত্যু হইল না কেন? যাঁহাকে ষোলআনা বিশ্বাস করা গিয়াছিল, তিনি এককড়া বিশ্বাসেরও উপযুক্ত নহেন, নরদেবতাজ্ঞানে যাঁহার চরণে এতদিন ভক্তি কুসুমাঞ্জলি দান করা গিয়াছিল, তিনি নরপশু —এ আবিষ্কার ভক্তের অসহ্য।”
— বেগম রোকেয়া
উক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
বেগম রোকেয়া রচনাবলী, পৃষ্ঠা ১২৮,
বর্ণায়ন, ঢাকা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন