স্ত্রীকে লেখা পত্রে ঋত্বিক ঘটকের মন্তব্য
স্ত্রীকে লেখা পত্রে ঋত্বিক ঘটকের মন্তব্য :
“... তুমি আমাকে একদিকে মাত্র অপূর্ণ রেখেছ। তোমার সৃষ্টিশীলতার গৌরবে কবে আমি গর্ব করতে পারব?তোমার সৃষ্টির মধ্যে তোমাকে দেখতে চাই। তোমার কল্পনার হ্রাস ছাড়ার মধ্যে আমার জন্য অনেক কিছু রেখেছো দেখলাম, প্রতিষ্ঠা, নিজের Prouction (প্রোডাকশন), আদর্শ Stage (স্টেজ), আরো কত কি! আর নিজের জন্য? একটুখানি হয়তো। প্রতিষ্ঠিত হওয়া।বাঙালীর ঘরের সেই চিরন্তন লক্ষ্মীর নিঃস্বার্থ মনোভাব। কিন্তু এ চলবে না। নিজেকে নিয়ে স্বপ্ন দেখতে হবে —অনেক দূরের তারায় দৃষ্টি নিবদ্ধ করতে হবে। তোমার মনের ছোঁয়াতে আমার মন বিকশিত হচ্ছে, আর তুমি নিজে সেই অপরূপ ঐশ্বর্য নিয়ে একটুখানি হয়তো এগোবে?বাঙালীর ঘরে, দেশের অখ্যাত কোণায় কত মেয়ে আটকা পড়ে কাতরাচ্ছে, কত মেয়ে নিজেকে নিংড়ে নিঃশেষ করে দিচ্ছে নিজেদের আপনার জনের জন্য, কত মেয়ে অসীম শক্তি নিয়ে থরথর করে কেঁপে ফুটে বেড়াতে না পেরে একদিন শুকিয়ে মরে যাচ্ছে, —তাদের সকলের অব্যক্ত কান্না তোমার কাছে পৌঁছেছে, তুমি চিৎকার করে বলবেনা? কত শো বছরের যে মহান বাংলা সংস্কৃতি, মানবতাবাদের শ্রেষ্ঠতম বিকাশ যেখানে —তার ধারাকে বয়ে নিয়ে এসে আজকের মহাসমুদ্রে ঢেলে দেবার দায়িত্ব কার?যে জ্বালা, যে দীপ্ত অনুভূতি তোমার মধ্যে ঘুরপাক খাচ্ছে, তাকে প্রকাশ তোমাকে করতেই হবে। আর তারই মধ্যে দিয়ে সার্থক হয়ে উঠবে তুমি, হয়ে উঠবো আমি।”
— ঋত্বিক ঘটক
উক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
ঋত্বিক কুমার ঘটক, বোম্বে, ১০/১২/১৯৫৫
সুরমা ঘটককে লেখা চিঠির অংশ, প্রকাশিত হয়েছে :
গ্রন্থ : ঋত্বিক, —সুরমা ঘটক, আশা প্রকাশনী।
১৯৫৬। পৃষ্ঠা নম্বর ৪২-৪৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন