মিউজিসিয়ান সম্পর্কে প্রতুল মুখোপাধ্যায়ের উক্তি
মিউজিসিয়ান সম্পর্কে প্রথম মুখোপাধ্যায়ের উক্তি :
![]() |
মিউজিসিয়ান সম্পর্কে প্রতুল মুখোপাধ্যায়ের উক্তি |
“পাখি যে গান গায়, পাখির কি কোনও মিউজিসিয়ান লাগে?”
— প্রতুল মুখোপাধ্যায়
উক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
১৯৪২ সালে বর্তমান বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। দেশভাগের পর পিতার সঙ্গে চলে আসেন ভারতে। এরপর তাঁর পিতা প্রভাতচন্দ্র একটি মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। গান্ধীহত্যার পর এই মাদ্রাসায় আয়োজিত একটি শোকসভায় বাবার পরামর্শে তিনি প্রথম ‘পাবলিক পারফরম্যান্স’ করেন। সেখানেই গেয়েছিলেন জীবনের প্রথম গান ‘রঘুপতি রাঘব রাজা রাম’। এবং ক্লাস সিক্সে পড়ার সময় স্কুলের আয়োজনে মঞ্চস্থ নাটকে প্রথমবার গান গান।
পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষামন্ত্রী ও প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু প্রতুল মুখোপাধ্যায়ের মৃত্যুর পর (১৫ ফেব্রুয়ারি, ২০২৫) স্মৃতিচারণা করেন। এই স্মৃতিচারণায় তিনি বলেন, প্রতুল মুখোপাধ্যায়ের খালি গলায় গান গাওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি এই উত্তর দিয়েছিলেন। ব্রাত্য বসুর কথায়, “আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, তখন প্রতুল মুখোপাধ্যায়ের সঙ্গে প্রথম আলাপ। প্রেসিডেন্সি কলেজের ডিরোজিও হল এর সামনে গান গাইতে আসতেন প্রতুলদার একটা থিওরি ছিল, কোন যন্ত্রানুষঙ্গ নিতেন না। খালি গলায় গান করতেন। এ ব্যাপারে তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, উত্তরটা দিয়েছিলেন আমারই একটি অনুষ্ঠানে। বলেছিলেন, পাখি যে গান গায়, পাখির কি কোনও মিউজিসিয়ান লাগে? এটাই হচ্ছে প্রতুলদার জীবন দর্শন।”
মাননীয় শিক্ষা মন্ত্রীর এই স্মৃতিচারণা টি প্রকাশিত হয় ১৬ই ফেব্রুয়ারি ২০২৫ সালের ‘এই সময়’ পত্রিকার ‘এই মুহূর্ত’ পাতায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন