ভারতের অর্থনীতি সম্পর্কে প্রতুল মুখোপাধ্যায়ের উক্তি
ভারতের অর্থনীতি সম্পর্কে প্রতুল মুখোপাধ্যায়ের উক্তি
![]() |
ভারতের অর্থনীতি সম্পর্কে প্রতুল মুখোপাধ্যায়ের উক্তি |
“আমাদের জনসমষ্টির মধ্যে সবচেয়ে বড় অংশটাকে প্রায় এলিয়েনেট (alienate) করে, প্রায় সরিয়ে ফেলে, আমাদের অর্থনীতিটা চলছে। তাদের বঞ্চিত করে চলছে।”
— প্রতুল মুখোপাধ্যায়
উক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
দেশের বিপদ সম্পর্কে প্রতুল মুখোপাধ্যায়ের উক্তি
আজকের দিনে দেশের সবচেয়ে বড় বিপদ কী ? জি ২৪ ঘন্টার ফেস অফ (FACE OFF) অনুষ্ঠানে জী ২৪ ঘন্টার এডিটর অনির্বাণ চৌধুরী এক সাক্ষাৎকারে প্রতুল মুখোপাধ্যায়কে এই প্রশ্নটি করেছিলেন। এই প্রশ্নের উত্তরে প্রতুল মুখোপাধ্যায় এই কথাটি বলেছিলেন।
“আমাদের জনসমষ্টির মধ্যে সবচেয়ে বড় অংশটাকে প্রায় এলিয়েনেট করে, প্রায় সরিয়ে ফেলে, আমাদের অর্থনীতিটা চলছে। তাদের বঞ্চিত করে চলছে। এই বঞ্চনাটা যে এখনই হয়েছে তা নয়, বহুদিন থেকে বঞ্চনা হয়েছে। তার জন্য নানা রকমের ঝান্ডা উড়েছে। কিন্তু বঞ্চনাটা চলছে। । এটা এক নম্বর। তা সত্ত্বেও আর একটা ব্যাপার ছিল যে, সারা ভারতে মানুষে মানুষের মধ্যে যে একটা সুসম্পর্ক, সেটাকে ভেঙে ফেলা এবং তাদের মধ্যে একটা পারস্পরিক ঘৃণা সংজাত করাটাকেই রাজনীতিতে টিকে থাকার অস্ত্র হিসাবে ভাবা হচ্ছে। এর থেকে খারাপ আর কিছু নয়। কারণ, আমরা যদি ভালবাসাকে মূল বস্তু না করে, ঘৃণাকে মূল বস্তু করি এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে মানুষের সামগ্রিক জীবনে একটা বিরাট বিপদ।”
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন