মুখস্ত করা শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
শিক্ষা সম্পর্কের রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি :
![]() |
মুখস্ত করা শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি |
“মুখস্থ করিয়া পাস করাই তো চৌর্যবৃত্তি! যে ছেলে পরীক্ষাশালায় গোপনে বই লইয়া যায় তাকে খেদাইয়া দেওয়া হয়; আর যে ছেলে তার চেয়েও লুকাইয়া লয়, অর্থাৎ চাদরের মধ্যে না লইয়া মগজের মধ্যে লইয়া যায়, সেই-বা কম কী করিল?”
— রবীন্দ্রনাথ ঠাকুর
(শিক্ষা। শিক্ষার বাহন)
উক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন
শিক্ষার বাহন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন