মহাকুম্ভ সম্পর্কে রুপসা রায়ের মন্তব্য
মহাকুম্ভ সম্পর্কে রুপসা রায়ের মন্তব্য :
“অতঃপর ‘সনাতন’-এর নিচের ধাপে থাকা মানুষরা অমৃতের জন্য কাড়াকাড়ি করে মরবেন, আর বসন-ভূষণে সজ্জিত ‘সাধু-সন্ত’ আর অর্থের জোর থাকা ভিভিআইপিরা অমৃতের ভাগটি বিনা যুদ্ধেই নিশ্চিদ্র নিরাপত্তায় পেয়ে যাবেন। ‘হিন্দুত্ব’ নামক মোহিনীমায়ার দিকে চাতকের মত চেয়ে থাকবেন দেশের গরীব-গুর্বো ‘হিন্দু’ জনতা, যাদের অনেকের ‘শূদ্র’ বলে রাম মন্দিরে ঢোকা বারণ, ‘দলিত’ বলে ছোঁয়া লাগলেই যাঁদের গায়ে মাখিয়ে দেয়া হবে উচ্চবর্ণের বিষ্ঠা। মনে পড়তে পারে এ বঙ্গের মতুয়া সম্প্রদায়ের পাঠানো জল গৃহীত হয়নি রাম মন্দিরে। তারা শুধু হিন্দুত্বে মোহিত হবেন তবেই না পুনঃঅভিনীত হবে অমৃতমন্থনের কাহিনি! এ কালে।”— রূপসা রায়
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন