বিশ্বের মূল সমস্যা সম্পর্কে টমাস মানের উক্তি
‘বিশ্বের মূল সমস্যা’ সম্পর্কে টমাস মানের উক্তি :
“বিশ্বের মূল সমস্যা একটিই এবং তা হল, কীভাবে একজন পুরোনো সবকিছুকে ভেঙে ফেলতে পারে, কীভাবে নিজের এক টুকরো খোলা আকাশ তৈরি করে নিতে পারে?”
— টমাস মান
উক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
জার্মান উপন্যাসে গ্যেটের স্বার্থক উত্তরাধিকার ছিলেন টমাস মান। ১৮৫৭ সালের তিনি জন্মগ্রহণ করেন জার্মানিতে। পরলোক গমন করেন ১৯৫৫ সালে।
টমাস মান-এর ভুবন বিখ্যাত লেখা ‘ডক্টর ফাউস্টাস’ উপন্যাস, যা প্রকাশিত হয় ১৯৪৭ সালে, নাৎসি জার্মানির উত্থান ও ধ্বংসের একটি প্রাঞ্জল ও রূপক-আখ্যান হিসাবে যা বিখ্যাত হয়ে আছে। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র একজন মহাপ্রতিভাধর সঙ্গীতজ্ঞ। নাম অ্যাড্রিয়ান লেভারকুন। সঙ্গীতজ্ঞ হওয়া সত্ত্বেও বৈজ্ঞানিক আবিষ্কারের প্রতি ছিল তার সীমাহীন আগ্রহ। সার্বিক জ্ঞানের প্রতি তাঁর ছিল এক দানবীয় আকাঙ্ক্ষা। বিশ শতকের প্রথমার্ধে জার্মানি যেমন এক নতুন বিশ্বের জন্ম দিতে চেয়েছিল, ঠিক তেমনি অ্যাড্রিয়ানও চেয়েছিল সমস্ত শৃংখল থেকে বেরিয়ে এসে এক নতুন সংগীতের জন্ম দিতে।
মূলত এই আকাঙ্ক্ষা থেকেই টমাস মান ‘ডক্টর ফাউস্টাস’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র অ্যাড্রিয়ান লেভারকুনের মুখ দিয়ে এই প্রশ্ন ব্যক্ত করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ডক্টর ফাউস্টাস এর আমাদের প্রথম পরিচয় ঘটে জার্মান সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব যোহান উলফগ্যাং ভন গেটের লেখা নাট্যকাব্য ‘ফাউস্ট’-এর কেন্দ্রীয় চরিত্র হিসেবে। এই চরিত্রকেই টমাসমান তার উপন্যাসের টাইটেল হিসেবে ব্যবহার করেছেন। এবং এ কারণেই তিনি জার্মান উপন্যাসে গেটের স্বার্থক উত্তরাধিকার হিসেবে চিহ্নিত হয়েছেন।
-----------xx-----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন