বিচারব্যবস্থা সম্পর্কে কপিল সিবলের মন্তব্য
বিচারব্যবস্থা সম্পর্কে কপিল সিবলের মন্তব্য :
“বিচার ব্যবস্থাও মনে হচ্ছে তার উজ্জ্বল্য হারাচ্ছে। কারণ, একসময় তার ওপর জনসাধারণের যে আস্থা ছিল, তা ক্রমশ ক্ষীণতর হচ্ছে।”
— কপিল সিবল
সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী
এবং রাজ্যসভার সাংসদ
উক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
দৈনিক সংবাদপত্র ‘এই সময়’-এ প্রকাশিত উত্তর সম্পাদকীয় প্রবন্ধ : “সংবিধান রক্ষার লড়াই এখনও শেষ হয়নি।”
৫ ফেব্রুয়ারি, বুধবার, ২০২৫
২২ শে মাঘ ১৪৩১
উক্তিটির প্রসঙ্গ :
ভারতীয় প্রজাতন্ত্রের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে লেখা প্রবন্ধ “সংবিধান রক্ষার লড়াই এখনো শেষ হয়নি’র মাধ্যমে, ভারতের বিশিষ্ট আইনজীবী কপিল সিবল, সেই সব মানুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, যাঁরা ‘আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন’ এবং স্মরণ করেছেন ‘সেই অসংখ্য মানুষের আত্মত্যাগের ইতিহাস, যাঁরা অহিংসার অস্ত্র দিয়ে সাম্রাজ্যবাদের শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য জীবনকে বাজি রেখেছিলেন।
এই প্রবন্ধে তিনি শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেছেন ভারতবর্ষের অতীত গৌরবের কথা, স্বাধীনতার সংগ্রামের গৌরব উজ্জ্বল লড়াইয়ের কথা। এ প্রসঙ্গেই তিনি বলেন, “আমাদের মনে রাখতে হবে যে, যে স্বাধীনতা আমরা লড়াই করে জিতেছি তাকে হারালে চলবে না, যে স্বাধীনতা আমরা পেয়েছি তাকে স্বতঃসিদ্ধ বলে ধরে নিলে চলবে না, এবং যে স্বাধীনতা আমরা পেয়েছি তাকে সমাদর করতে হবে, রক্ষা করতে হবে।” আর এই শিক্ষাটা নিতে হবে আমাদের ইতিহাস থেকেই।
স্বাধীনতাকে রক্ষা করার এই লড়াইতে আমাদের সব সময় মনে রাখতে হবে, আদালত ও আইনি সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা। কারণ, একটা শক্তিশালী ব্যবহারজীবী সম্প্রদায় এবং স্বাধীন ও নির্ভীক বিচারবিভাগ না থাকলে সযত্নলালিত স্বাধীনতাকে রক্ষা করা যাবেনা।
সম্প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা এবং নাগরিকের সাংবিধানিক স্বাধীনতার মধ্যে ভারসাম্য নষ্ট করার যে চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন আইন এবং প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে, আইনজীবী সমাজ এবং সংগঠনিক নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা, তাঁর মতে, সে বিষয়ে নীরবতা অবলম্বন করছেন।
আর সেই সুযোগে চেষ্টা চলছে স্বেচ্ছাচারী প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে আইনের শাসনকে ব্যাহত করার। তদন্ত সংস্থাগুলির অপব্যবহার করে ভয় দেখানো হচ্ছে। তাঁর মতে, এ-সবই হচ্ছে সাংবিধানিক কাঠামো যে নৈতিক ভিত্তির উপর প্রোথিত, তাকে আঘাত করার জন্য।
এ সমস্ত কারণেই, এই প্রবন্ধে, সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী কপিল সিবল আশঙ্কা প্রকাশ করেছেন এই বলে যে, “যে সমস্ত প্রতিষ্ঠানের উপর সরকারের সীমালংঘন করার প্রবণতায় লাগাম পরানোর দায়িত্ব নাস্ত্য করেছে সংবিধান, মনে হচ্ছে সরকার সেই প্রতিষ্ঠানগুলিকেই গ্রাস করতে উদ্যত।” আর এই আশঙ্কা থেকেই তিনি উদ্ধৃত মন্তব্যটি করেছেন তাঁর বর্তমান প্রবন্ধে। তিনি লিখেছেন, “বিচার ব্যবস্থা মনে হচ্ছে তার ঔজ্জ্বল্য হারাচ্ছে। কারণ, একসময় তার উপর জনসাধারণের যে আস্থা ছিল তা ক্রমশ ক্ষীণতর হচ্ছে।”
সেই সঙ্গে এই প্রবন্ধের শেষাংশে একথাও বলেছেন, মোটের উপর একটি ন্যায্য বিচার দেওয়ার মতো কাঠামো এখনো অধারা। যদিও সাম্প্রতিক কিছু মাসে এমন কিছু রুপালি রেখা দেখা গিয়েছে যা কিছুটা আশা জাগিয়েছে। সেটা মাথায় রেখেই তিনি প্রবন্ধটি শেষ করেছেন এই আশা নিয়ে, “আমি নিশ্চিত যে, ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি ভারতের মানুষ আমাদের যা দিয়েছে, ভারতের সংবিধান, তাকে রক্ষা করার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করব।”
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন