গণতন্ত্র সম্পর্কে বি আর আম্বেদকর
গণতন্ত্র সম্পর্কে বি আর আম্বেদকর-এর উক্তি :
“রাজনৈতিক গণতন্ত্র টিকতে পারেনা, যদি না তার ভিত্তি হয় সামাজিক গণতন্ত্র। যেখানে স্বীকার করা হবে সাম্য, মৈত্রী ও স্বাধীনতা।”
— ড. বি আর আম্বেদকর
উক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
২০১৬ সালে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স এর ৭৫ তম সমাবর্তন অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে এন রাম ডক্টর বি আর আম্বেদকরের এই মন্তব্যটি উদ্ধৃত করেছিলেন।
লেখাটি নেয়া হয়েছে ‘বি আর আম্বেদকর : নির্বাচিত রচনা সংকলন’ থেকে। এই সংকলনটি সম্পাদনা করেছেন কপিল কৃষ্ণ ঠাকুর এবং প্রকাশ করেছে ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন