ধর্ম সম্পর্কে ড. আহমদ শরীফের উক্তি
ধর্ম সম্পর্কে ড. আহমদ শরীফের উক্তি,
সাম্প্রদায়িকতার সম্পর্কে আহমেদ শরীফের মন্তব্য
“ধর্মীয় দর্শনের বিরোধিতা না করে সাম্প্রদায়িকতার বিরোধিতা করা অর্থহীন শুধু নয়, তা ‘মোনাফেকি’, অর্থাৎ হিপোক্রেসি। সব ধর্মবিশ্বাসীই মনে মনে সাম্প্রদায়িক – অন্য সম্প্রদায়ের ধর্মকে অবজ্ঞা-অশ্রদ্ধা-ঘৃণা না করে নিজ ধর্ম পালন করা কার্যত অসম্ভব। তাই সব ধার্মিকই সাম্প্রদায়িক, যদিও সব সাম্প্রদায়িক মানসিকতার মানুষ ধার্মিক নাও হতে পারে।”
— ড. আহমদ শরীফ
উক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
Dr-Ahmed-Sharifs-quotes-about-religion
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন