কুম্ভ মেলা সম্পর্কে সমরেশ বসুর মন্তব্য
কুম্ভ মেলা সম্পর্কে সমরেশ বসুর মন্তব্য :
“সারা মেলাজুড়ে শুধু মৃত্যুচিৎকার।... চারিদিকে শুধু মৃতদেহের স্তূপ।... অপরিচিত নারী ও পুরুষ কণ্ঠলগ্ন হয়ে পিষে মরেছে। শিশু চেপটে লেপটে রয়েছে মায়ের বুকে।... অমৃতের সন্ধানে গিয়েছিলাম। কী নিয়ে ফিরে এলাম জানিনে। কেবল যেদিকেই ফিরি, সেদিকেই বড় ভারী।”
— সমরেশ বসু
উক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
সমরেশ বসুর জন্মনাম সুরথনাথ বসু। তিনি ১১ ডিসেম্বর, ১৯২৪-এ জন্মগ্রহণ করেছিলেন এবং ১২ মার্চ, ১৯৮৮-এ মারা যান।
সমরেশ বসুর রচনায় রাজনৈতিক কর্মকাণ্ড, শ্রমজীবী মানুষের জীবন এবং যৌনতাসহ বিভিন্ন অভিজ্ঞতার সুনিপুণ বর্ণনা ফুটে ওঠে। তিনি ‘ভ্রমর’ ছদ্মনামেও লিখতেন।
সাহিত্যিকরা অনেক সময় নিজেদের নাম আত্মগোপন করে অন্য কোনো নামে সাহিত্য রচনা করতেন। বাংলা ভাষাতেও এর ব্যতিক্রম হয়নি।
তিনি ‘কালকূট’ ছদ্মনামেও উল্লেখযোগ্য সাহিত্য রচনা করেছেন। তবে সমরেশ বসু নামেই তাঁর লেখক পরিচিতি বেশি।
তিনি ১৯৮০ সালে ‘সাহিত্য অকাদেমি’ পুরস্কার লাভ করেন।
ধারাবাহিক ভ্রমণকাহিনী ‘অমৃত কুম্ভের সন্ধানে’। অথচ সেই অমৃত কৃম্ভের মধ্যে তিনি তাঁর বিষ কুম্ভটিকেও প্রদর্শন করেছেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন