ব্যক্তি জীবন সম্পর্কে টমাস মান-এর উক্তি
ব্যক্তি জীবন সম্পর্কে টমাস মান-এর উক্তি
Thomas Mann's quotes about personal life
“একজন মানুষের জীবন তার ব্যক্তিগত স্তরেই সীমাবদ্ধ থাকেনা, শুধুমাত্র একজন ব্যক্তি হিসেবে সে বাঁচেনা, তার জীবনের মধ্য দিয়ে সচেতন বা অচেতন ভাবে তার যুগের জীবনও প্রতিফলিত হয়, সে তার নিজের ভেতরে তার সমকাল এবং তার সমসাময়িকদের জীবনকেও বহন করে চলে।”
— টমাস মান
উক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
টমাস মানের লেখা উপন্যাস ‘দ্যা ম্যাজিক মাউন্টেন’ থেকে এই উদ্ধৃতিটি নেওয়া।
জার্মান উপন্যাসে গ্যেটের সার্থক উত্তরাধিকার মনে করা হয় টমাসমানকে। তার জন্ম ১৮৭৫ সালে এবং মৃত্যু হাজার ১৯৫৫ সালে।
দা ম্যাজিক মাউন্টেন উপন্যাসে এসেছে এমন এক স্বাস্থাবাসীর কথা, যা আসলে একটি রুগ্ন সভ্যতারই প্রতীক। গ্রীক বীর ওডিসিউস এর মতোই অসুস্থতা ও মৃত্যুর মধ্য দিয়ে এক দীর্ঘ অভিযাত্রার পর সে সুস্থ তাকে আয়ত্ত করতে পারে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন